বিভিন্ন দেশে কলেরার উল্লম্ফনে ডব্লিউএইচওর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • / ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশে কলেরার উল্লম্ফন ঘটায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ডব্লিউএইচও’র হিসেব অনুযায়ী, ২০২২ সালে বিশ্বজুড়ে কলেরায় আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৭৩ হাজার জন। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়েছে প্রায় ৭ লাখে দাঁড়িয়েছে। চলতি ২০২৪ সালে এই সংখ্যা আরও বৃদ্ধির আলামত পাওয়া যাচ্ছে।

এদিকে, পানিবাহিত এই প্রাণঘাতী রোগটির প্রাদুর্ভাব ঠেকাতে বড় আকারের টেস্ট কর্মসূচি ঘোষণা করেছে বৈশ্বিক এই সংস্থাটি।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘কলেরার বৈশ্বিক টেস্ট কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে কলেরা টেস্টের সরঞ্জাম পৌঁছে যাবে। প্রাথমিক ভাবে মালাউই, ইথিওপিয়া, সোমালিয়া, সিরিয়া, জাম্বিয়াসহ মোট ১৪টি দেশে পাঠানো হবে সরঞ্জাম।’

Tag :

Please Share This Post in Your Social Media

বিভিন্ন দেশে কলেরার উল্লম্ফনে ডব্লিউএইচওর উদ্বেগ

Update Time : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশে কলেরার উল্লম্ফন ঘটায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ডব্লিউএইচও’র হিসেব অনুযায়ী, ২০২২ সালে বিশ্বজুড়ে কলেরায় আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৭৩ হাজার জন। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়েছে প্রায় ৭ লাখে দাঁড়িয়েছে। চলতি ২০২৪ সালে এই সংখ্যা আরও বৃদ্ধির আলামত পাওয়া যাচ্ছে।

এদিকে, পানিবাহিত এই প্রাণঘাতী রোগটির প্রাদুর্ভাব ঠেকাতে বড় আকারের টেস্ট কর্মসূচি ঘোষণা করেছে বৈশ্বিক এই সংস্থাটি।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘কলেরার বৈশ্বিক টেস্ট কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশে কলেরা টেস্টের সরঞ্জাম পৌঁছে যাবে। প্রাথমিক ভাবে মালাউই, ইথিওপিয়া, সোমালিয়া, সিরিয়া, জাম্বিয়াসহ মোট ১৪টি দেশে পাঠানো হবে সরঞ্জাম।’