বিজয় দিবসের কবিতা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • / ২০১ Time View

*** সাজিয়া ইসলাম দিবা ***

অনেক সংগ্রাম আর ত্যাগ শেষে পেলাম কাঙ্ক্ষিত জয়,
ফুটলো হাসি সবার মুখে কেটে গেলো যেন সকল ভয়।

৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পেলাম আমরা স্বাধীনতা,
সাড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল আর লাল সবুজ পতাকা।

বাঁধ ভাঙ্গা আনন্দের জোয়ারে সকলে ভাসলো,
সকল আঁধার শেষে আবার রক্ত লাল সূর্য উঠলো।

ফুলেরা পাখিরা গাইছে গান মনের সুখে,
খোকা ঘুমাচ্ছে পরম শান্তিতে মায়ের বুকে।

শর্ষে ফুলের অনাবিল এক সৌন্দর্যে মিশে,
শীতের আমেজ নিয়ে প্রতিবারে ডিসেম্বর আসে।

স্বরণ করিয়ে দেয় মহান বিজয় দিবস আমাদের অহংকার,
সবাই মিলে গড়বো স্বদেশ এই হোক সবার অঙ্গিকার…।

Tag :

Please Share This Post in Your Social Media

বিজয় দিবসের কবিতা

Update Time : ০১:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০

*** সাজিয়া ইসলাম দিবা ***

অনেক সংগ্রাম আর ত্যাগ শেষে পেলাম কাঙ্ক্ষিত জয়,
ফুটলো হাসি সবার মুখে কেটে গেলো যেন সকল ভয়।

৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পেলাম আমরা স্বাধীনতা,
সাড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল আর লাল সবুজ পতাকা।

বাঁধ ভাঙ্গা আনন্দের জোয়ারে সকলে ভাসলো,
সকল আঁধার শেষে আবার রক্ত লাল সূর্য উঠলো।

ফুলেরা পাখিরা গাইছে গান মনের সুখে,
খোকা ঘুমাচ্ছে পরম শান্তিতে মায়ের বুকে।

শর্ষে ফুলের অনাবিল এক সৌন্দর্যে মিশে,
শীতের আমেজ নিয়ে প্রতিবারে ডিসেম্বর আসে।

স্বরণ করিয়ে দেয় মহান বিজয় দিবস আমাদের অহংকার,
সবাই মিলে গড়বো স্বদেশ এই হোক সবার অঙ্গিকার…।