বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • / ১১৬ Time View
দিনে দিনে সব শ্রেণীপেশার মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে ইউটিউব চ্যানেল। কি নেই এখানে, দেখার, জানার ও শেখার জন্য যা কিছু দরকার সব পাবেন এই ডিজিটাল মাধ্যমটিতে। 

কিন্তু বিপত্তি বাধে তখনই যখন হঠাৎ করেই স্ক্রিনে ভেসে ওঠে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন। কয়েকটি বিজ্ঞাপনে স্ক্রিপ্ট করা গেলেও সম্প্রতি অনেক ভিডিও না চাইলেও দেখতে হয় শেষ না হওয়া পর্যন্ত। চলুন জেনে নিই বিরক্তিকর বিজ্ঞাপন এড়িয়ে কিভাবে দেখবেন ইউটিউব ভিডিও।
.
রেডিটরে একজন এক্সপার্ট দাবি করে বলেছেন, ব্রাউজারের ইনকগনিটো মোডে গিয়ে ইউটিউব দেখলে পাওয়া যাবে এই সুবিধা। এর পরপরই বেশ ফলাও করে প্রচার করে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলো।
.
বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে ইউটিউব লিংকের ডটকমের পর ও স্ল্যাশের আগে একটি বাড়তি ডট জুড়ে দিতে হবে। যেমন youtube.com/xyz হয় তাহলে ব্রাউজারের ডট কমের পর এভাবে বাড়তি ডট দিতে হবে যেমন youtube.com./xyz
.
এর বাইরে যদি কেউ ট্রিক ছাড়া স্বাভাবিক নিয়মে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব প্রিমিয়ারে। অবশ্য এজন্য ব্যবহারকারীকে নির্ধারিত ফি প্রদান করতে হবে।

সূত্র: টেকশহর

Tag :

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে

Update Time : ০৫:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
দিনে দিনে সব শ্রেণীপেশার মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে ইউটিউব চ্যানেল। কি নেই এখানে, দেখার, জানার ও শেখার জন্য যা কিছু দরকার সব পাবেন এই ডিজিটাল মাধ্যমটিতে। 

কিন্তু বিপত্তি বাধে তখনই যখন হঠাৎ করেই স্ক্রিনে ভেসে ওঠে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন। কয়েকটি বিজ্ঞাপনে স্ক্রিপ্ট করা গেলেও সম্প্রতি অনেক ভিডিও না চাইলেও দেখতে হয় শেষ না হওয়া পর্যন্ত। চলুন জেনে নিই বিরক্তিকর বিজ্ঞাপন এড়িয়ে কিভাবে দেখবেন ইউটিউব ভিডিও।
.
রেডিটরে একজন এক্সপার্ট দাবি করে বলেছেন, ব্রাউজারের ইনকগনিটো মোডে গিয়ে ইউটিউব দেখলে পাওয়া যাবে এই সুবিধা। এর পরপরই বেশ ফলাও করে প্রচার করে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলো।
.
বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে ইউটিউব লিংকের ডটকমের পর ও স্ল্যাশের আগে একটি বাড়তি ডট জুড়ে দিতে হবে। যেমন youtube.com/xyz হয় তাহলে ব্রাউজারের ডট কমের পর এভাবে বাড়তি ডট দিতে হবে যেমন youtube.com./xyz
.
এর বাইরে যদি কেউ ট্রিক ছাড়া স্বাভাবিক নিয়মে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউব প্রিমিয়ারে। অবশ্য এজন্য ব্যবহারকারীকে নির্ধারিত ফি প্রদান করতে হবে।

সূত্র: টেকশহর