বিএসএমএমইউর উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / ৯৬ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। সোমবার বিকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বড় স্বপ্ন নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন৷ তিনি এ প্রতিষ্ঠানকে শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে যাতে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে পারি সেই আশা নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন। এ কাজে আমি সচেষ্ট থাকব।

তিনি বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব নিলে আমি চাইব যাতে প্রতিষ্ঠানটি মানবসেবায় বাংলাদেশের শ্রেষ্ঠতম অবদান রাখতে পারে। এমনকি বিশ্বের দরবারে যেন প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সবাই যেন গর্বের সঙ্গে বলতে পারি বাংলাদেশে এ রকম একটা প্রতিষ্ঠান আছে।

বিএসএমএমইউর ১২তম উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাওয়া অধ্যাপক দীন মোহাম্মাদ এর আগে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্য অধিদদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশব্যাপী চক্ষু রোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে পরিচিত অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন এই চিকিৎসক। যিনি তার জন্মস্থান কিশোরগঞ্জ এলাকার লোকজনের কাছে ‘ননী ডাক্তার’ নামেই বেশি পরিচিত।

এ অঞ্চলের সবাই তাকে ননী ডাক্তার হিসেবেই চেনে। চক্ষু বিভাগের নামিদামি বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া সত্ত্বেও সময়-সুযোগ পেলেই ছুটে যান নিজের এলাকায়।

Tag :

Please Share This Post in Your Social Media

বিএসএমএমইউর উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক

Update Time : ০৬:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। সোমবার বিকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. দীন মোহাম্মদ নূরুল হক বলেন, কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বড় স্বপ্ন নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন৷ তিনি এ প্রতিষ্ঠানকে শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে যাতে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে পারি সেই আশা নিয়েই আমাকে দায়িত্ব দিয়েছেন। এ কাজে আমি সচেষ্ট থাকব।

তিনি বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব নিলে আমি চাইব যাতে প্রতিষ্ঠানটি মানবসেবায় বাংলাদেশের শ্রেষ্ঠতম অবদান রাখতে পারে। এমনকি বিশ্বের দরবারে যেন প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সবাই যেন গর্বের সঙ্গে বলতে পারি বাংলাদেশে এ রকম একটা প্রতিষ্ঠান আছে।

বিএসএমএমইউর ১২তম উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাওয়া অধ্যাপক দীন মোহাম্মাদ এর আগে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্য অধিদদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশব্যাপী চক্ষু রোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে পরিচিত অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন এই চিকিৎসক। যিনি তার জন্মস্থান কিশোরগঞ্জ এলাকার লোকজনের কাছে ‘ননী ডাক্তার’ নামেই বেশি পরিচিত।

এ অঞ্চলের সবাই তাকে ননী ডাক্তার হিসেবেই চেনে। চক্ষু বিভাগের নামিদামি বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া সত্ত্বেও সময়-সুযোগ পেলেই ছুটে যান নিজের এলাকায়।