বিএনপি ফাঁদ পাতার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৬ Time View

জেলা প্রতিনিধিঃ

একদফা দাবি বলে বিএনপি ফাঁদ পাতার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, এ ফাঁদ থেকে আমরা সতর্ক আছি। একদফা দাবি বলে কিছু নেই।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পৃথিবীর সব দেশেই এখন সাইবার আইন আছে। কানাডায় আইন আছে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নিউজ শেয়ার করা যায় না। রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যেটা করা দরকার সেটাই করা হবে।

রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলমের অডিও ক্লিপ ফাঁসের বিষয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিদিন কয়েকশ সুপারিশ করি। কিন্তু আমার নির্বাচনী এলাকায় পোস্টেড হতে হবে বা কাউকে ট্রান্সফার করে দিতে হবে, আমি এমনটা কখনো করিনি। ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।

কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

Tag :

Please Share This Post in Your Social Media

বিএনপি ফাঁদ পাতার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০৮:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

জেলা প্রতিনিধিঃ

একদফা দাবি বলে বিএনপি ফাঁদ পাতার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, এ ফাঁদ থেকে আমরা সতর্ক আছি। একদফা দাবি বলে কিছু নেই।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পৃথিবীর সব দেশেই এখন সাইবার আইন আছে। কানাডায় আইন আছে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নিউজ শেয়ার করা যায় না। রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যেটা করা দরকার সেটাই করা হবে।

রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলমের অডিও ক্লিপ ফাঁসের বিষয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিদিন কয়েকশ সুপারিশ করি। কিন্তু আমার নির্বাচনী এলাকায় পোস্টেড হতে হবে বা কাউকে ট্রান্সফার করে দিতে হবে, আমি এমনটা কখনো করিনি। ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।

কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।