বাজারে বৈদ্যুতিক স্কুটার আনছে ডুকাটি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • / ১২৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

এবার কুলীন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা ডুকাটি নিয়ে এলো বৈদ্যুতিক স্কুটার। প্রো-III মডেলের ই-স্কুটারটি ডুকাটি আর্বান ই-মোবিলিটি লাইনআপের পণ্যগুলোর মধ্যে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে অত্যাধুনিক স্কুটার, বলে দাবি সংস্থাটির। ডুকাটি প্রো-III ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ৭৭৯ ইউরো, টাকার অঙ্কে যা প্রায় ৮০ হাজার। তবে সর্বপ্রথম ভারতের বাজারেই আসবে এই বৈদ্যুতিক স্কুটারটি।

ডুকাটির এই মডেলে ৩৫০ ওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ঘণ্টায় ২৫ কিলোমিটার গতি সরবরাহে সক্ষম। স্কুটারটির ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি ৪৬৮ ওয়াট আওয়ার। ফুল চার্জ করে নিলে একটানা প্রায় ৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এটি।

এটি এনএএফসি প্রযুক্তির সঙ্গে এসেছে। বৈদ্যুতিক স্কুটারটি চালুর জন্য ব্যবহারকারীকে এনএফসি চিপ নির্মিত একটি টোকেন কার্ড সেটির ডিসপ্লের কাছাকাছি আনতে হবে। অর্থাৎ টোকেন থাকলে তবেই ডুকাটি প্রো-III ব্যবহার করা যাবে। যে কারণে চুরি হওয়ার দুশ্চিন্তাও থাকবে না ব্যবহারকারীর। আবার স্মার্টফোন চার্জ দেওয়ার জন্যও ইউএসবি-সি পোর্ট থাকছে এতে।

সূত্র: এনডিটিভি গ্যাজেট

Tag :

Please Share This Post in Your Social Media

বাজারে বৈদ্যুতিক স্কুটার আনছে ডুকাটি

Update Time : ১০:০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

এবার কুলীন মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা ডুকাটি নিয়ে এলো বৈদ্যুতিক স্কুটার। প্রো-III মডেলের ই-স্কুটারটি ডুকাটি আর্বান ই-মোবিলিটি লাইনআপের পণ্যগুলোর মধ্যে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে অত্যাধুনিক স্কুটার, বলে দাবি সংস্থাটির। ডুকাটি প্রো-III ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ৭৭৯ ইউরো, টাকার অঙ্কে যা প্রায় ৮০ হাজার। তবে সর্বপ্রথম ভারতের বাজারেই আসবে এই বৈদ্যুতিক স্কুটারটি।

ডুকাটির এই মডেলে ৩৫০ ওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ঘণ্টায় ২৫ কিলোমিটার গতি সরবরাহে সক্ষম। স্কুটারটির ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি ৪৬৮ ওয়াট আওয়ার। ফুল চার্জ করে নিলে একটানা প্রায় ৫০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এটি।

এটি এনএএফসি প্রযুক্তির সঙ্গে এসেছে। বৈদ্যুতিক স্কুটারটি চালুর জন্য ব্যবহারকারীকে এনএফসি চিপ নির্মিত একটি টোকেন কার্ড সেটির ডিসপ্লের কাছাকাছি আনতে হবে। অর্থাৎ টোকেন থাকলে তবেই ডুকাটি প্রো-III ব্যবহার করা যাবে। যে কারণে চুরি হওয়ার দুশ্চিন্তাও থাকবে না ব্যবহারকারীর। আবার স্মার্টফোন চার্জ দেওয়ার জন্যও ইউএসবি-সি পোর্ট থাকছে এতে।

সূত্র: এনডিটিভি গ্যাজেট