বঙ্গবন্ধু কন্যা পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিতে সম্পৃক্ত করেছেন: হুইপ ইকবালুর রহিম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / ১৮৪ Time View

দিনাজপুর প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় আগামী স্মার্ট বাংলাদেশে আমাদের শিক্ষিত প্রজন্মদের স্মার্ট করতে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা সরকার তথ্য প্রযুক্তির ব্যবহার চালু করেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন তা আমাদের সকলকে তার পাশে থাকতে হবে। বিশেষ করে আজকে শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগর।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, স্বনির্ভরতা, অধিকার প্রতিষ্ঠা ও পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত নারীদের জাতীয় ও গ্রামীন অর্থনীতিতে সম্পৃক্ত করার সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। এই সরকারের আমলে সাধারন মানুষ যানমালের নিরাপত্তা পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বদলে যাওয়া এবং উন্নয়নের কথা গ্রামে-গঞ্জে এমবিএসকে’র মাধ্যমে সাধারন মানুষদের জানাবার দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর স্কুল, কলেজের উন্নয়ন, রাস্তাঘাট পাকাকরণ ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। দিনাজপুর সদর উপজেলায় ৮৭ হাজার বাড়ীতে নতুন ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। সদর উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন এখন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে।

১০ আগষ্ট বৃহস্পতিবার দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে উচ্চ মাধ্যমিক প্রথম ও ২য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তার নিমিত্তে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এমবিএসকে’র নির্বাহী প্রধান সুলাতনা রাজিয়া খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হেসেন বাবলু। স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকের উপ-নির্বাহী প্রধান মোশারফ হোসেন। সঞ্চালনায় ছিলেন এমবিএসকের মোর্শেদা পারভীন মলি।

অনুষ্ঠানে চিকিৎসায় ৩৫ জনকে ৪ লাখ ৪২ হাজার টাকার চেক এবং শিক্ষাবৃত্তি হিসেবে ২৮ জনকে ১২ হাজার টাকা করে ৩ লাখ ৩৬ হাজার মোট ৭ লাখ ৭৮ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

মাল্টিমিডিয়ার মাধ্যমে পিকেএসএফ-এর মাধ্যমে চলমান এমবিএসকের কার্যক্রম তুলে ধরে উপস্থাপনা করেন এমবিএসকের ঋণ সমন্বয়কারী (সিসি) মোঃ আশরাফুল আলম।

একই দিন দিনাজপুর উত্তর গোশাইপুর সদর উপজেলা পরিষদের গেট সংলগ্নে ব্যায়ামাগার এর উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।

Please Share This Post in Your Social Media

বঙ্গবন্ধু কন্যা পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিতে সম্পৃক্ত করেছেন: হুইপ ইকবালুর রহিম

Update Time : ০৭:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

দিনাজপুর প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় আগামী স্মার্ট বাংলাদেশে আমাদের শিক্ষিত প্রজন্মদের স্মার্ট করতে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা সরকার তথ্য প্রযুক্তির ব্যবহার চালু করেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন তা আমাদের সকলকে তার পাশে থাকতে হবে। বিশেষ করে আজকে শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগর।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, স্বনির্ভরতা, অধিকার প্রতিষ্ঠা ও পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত নারীদের জাতীয় ও গ্রামীন অর্থনীতিতে সম্পৃক্ত করার সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। এই সরকারের আমলে সাধারন মানুষ যানমালের নিরাপত্তা পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বদলে যাওয়া এবং উন্নয়নের কথা গ্রামে-গঞ্জে এমবিএসকে’র মাধ্যমে সাধারন মানুষদের জানাবার দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর স্কুল, কলেজের উন্নয়ন, রাস্তাঘাট পাকাকরণ ও ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। দিনাজপুর সদর উপজেলায় ৮৭ হাজার বাড়ীতে নতুন ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। সদর উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন এখন স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিয়েছে।

১০ আগষ্ট বৃহস্পতিবার দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে উচ্চ মাধ্যমিক প্রথম ও ২য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তার নিমিত্তে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এমবিএসকে’র নির্বাহী প্রধান সুলাতনা রাজিয়া খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হেসেন বাবলু। স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকের উপ-নির্বাহী প্রধান মোশারফ হোসেন। সঞ্চালনায় ছিলেন এমবিএসকের মোর্শেদা পারভীন মলি।

অনুষ্ঠানে চিকিৎসায় ৩৫ জনকে ৪ লাখ ৪২ হাজার টাকার চেক এবং শিক্ষাবৃত্তি হিসেবে ২৮ জনকে ১২ হাজার টাকা করে ৩ লাখ ৩৬ হাজার মোট ৭ লাখ ৭৮ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

মাল্টিমিডিয়ার মাধ্যমে পিকেএসএফ-এর মাধ্যমে চলমান এমবিএসকের কার্যক্রম তুলে ধরে উপস্থাপনা করেন এমবিএসকের ঋণ সমন্বয়কারী (সিসি) মোঃ আশরাফুল আলম।

একই দিন দিনাজপুর উত্তর গোশাইপুর সদর উপজেলা পরিষদের গেট সংলগ্নে ব্যায়ামাগার এর উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।