বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • / ১৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে স্টাইল ক্রাফট লিমিটেড কারখানার শ্রমিক ও স্টাফরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার ( ৮ জুলাই) সকালে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ( ৮ জুলাই) সকালে শ্রমিকরা কারখানায় আসে। এর খানিক বাদে তারা বকেয়া বেতনের দাবিতে একযোগ বিক্ষোভ শুরু করে। এরপর উত্তেজিত শ্রমিকরা জয়দেবপুর ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

ওই কারখানার শ্রমিক রায়হান জানান, গত বছরের তিনমাস ও চলতি বছরের তিনমাসের বেতন বকেয়া রয়েছে তাদের। মালিকপক্ষ তাদের আশ্বাস দিচ্ছে কিন্তু বেতন দিচ্ছে না। শুধু কাজ করিয়ে বেতন দিবে না, এটা মানা হবে না।

আরেক শ্রমিক সুমন বলেন, মাঝে মধ্যে ৪ হাজার শ্রমিককে কিছু বেতন দেয় আবার হুট করে বন্ধ করে দেয়। গত মাসেও তিনটা ডেট দিয়েও বেতন দেয়নি। বেতন না দিলে আমরা কিভাবে চলবো। প্রতিষ্ঠানের মালিককে এখানে আসতে হবে এবং বিকেলের মধ্যে বেতন দিতে হবে। অন্যথায় সড়ক এভাবেই অবরুদ্ধ করে রাখা হবে।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Please Share This Post in Your Social Media

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

Update Time : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে স্টাইল ক্রাফট লিমিটেড কারখানার শ্রমিক ও স্টাফরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার ( ৮ জুলাই) সকালে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ( ৮ জুলাই) সকালে শ্রমিকরা কারখানায় আসে। এর খানিক বাদে তারা বকেয়া বেতনের দাবিতে একযোগ বিক্ষোভ শুরু করে। এরপর উত্তেজিত শ্রমিকরা জয়দেবপুর ঢাকা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

ওই কারখানার শ্রমিক রায়হান জানান, গত বছরের তিনমাস ও চলতি বছরের তিনমাসের বেতন বকেয়া রয়েছে তাদের। মালিকপক্ষ তাদের আশ্বাস দিচ্ছে কিন্তু বেতন দিচ্ছে না। শুধু কাজ করিয়ে বেতন দিবে না, এটা মানা হবে না।

আরেক শ্রমিক সুমন বলেন, মাঝে মধ্যে ৪ হাজার শ্রমিককে কিছু বেতন দেয় আবার হুট করে বন্ধ করে দেয়। গত মাসেও তিনটা ডেট দিয়েও বেতন দেয়নি। বেতন না দিলে আমরা কিভাবে চলবো। প্রতিষ্ঠানের মালিককে এখানে আসতে হবে এবং বিকেলের মধ্যে বেতন দিতে হবে। অন্যথায় সড়ক এভাবেই অবরুদ্ধ করে রাখা হবে।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।