প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাবি ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • / ১৮১ Time View

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেন হোসেন আলালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরবর্তীতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এক প্রতিবাদী সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, একটি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দূর্বল করার চেষ্টায় আছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা যখন দেশকে সর্বোচ্চ উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল নেতাকর্মীদের নামে মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা বিএনপি নেতা মোয়াজ্জেনের শাস্তির দাবি জানাচ্ছি। তার শাস্তি দ্রুত কার্যকর না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ সারাদেশের নেতাকর্মীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

তিনি আরও বলেন, গতকাল বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যা মামলা রায়ের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচারের প্রমাণ হয়েছে। আমরা চাই বিভিন্ন সময়ে আমাদের যেসব নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তার রায় দ্রুত কার্যকর হোক।

এ সময় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হোসেন, শাহ মখদুম হল ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ খলিলুর রহমান মামুন, বুয়েট ছাত্রলীগকর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ,বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্রগ্রামের বাকলীয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মীসহ বিভিন্ন সময়ে সারা দেশব্যাপী নিহত ছাত্রলীগ কর্মী হত্যা মামলার রায় দ্রুত ঘোষণার দাবিও জানান।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাবি ছাত্রলীগের বিক্ষোভ

Update Time : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেন হোসেন আলালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরবর্তীতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এক প্রতিবাদী সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, একটি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দূর্বল করার চেষ্টায় আছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা যখন দেশকে সর্বোচ্চ উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি মহল নেতাকর্মীদের নামে মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। রাজপথে থেকে এই সকল অপশক্তির বিরুদ্ধে সব সময় দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা বিএনপি নেতা মোয়াজ্জেনের শাস্তির দাবি জানাচ্ছি। তার শাস্তি দ্রুত কার্যকর না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ সারাদেশের নেতাকর্মীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

তিনি আরও বলেন, গতকাল বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যা মামলা রায়ের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচারের প্রমাণ হয়েছে। আমরা চাই বিভিন্ন সময়ে আমাদের যেসব নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তার রায় দ্রুত কার্যকর হোক।

এ সময় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হোসেন, শাহ মখদুম হল ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ খলিলুর রহমান মামুন, বুয়েট ছাত্রলীগকর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ,বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্রগ্রামের বাকলীয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মীসহ বিভিন্ন সময়ে সারা দেশব্যাপী নিহত ছাত্রলীগ কর্মী হত্যা মামলার রায় দ্রুত ঘোষণার দাবিও জানান।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।