পাঁচ মামলায় ক্ষমা পেলেন সু চি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের কারাবন্দি নেতা অং সান সু চি’কে পাঁচটি ফৌজদারি মামলায় সাধারণ ক্ষমা করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আরও ১৪টি মামলা চলমান রয়েছে।

মঙ্গলবার দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৌদ্ধধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘বুদ্ধিস্ট লেন্ট ডে’ উপলক্ষে সু চিসহ সাত হাজারের বেশি কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

স্টেট এডমিনিস্ট্রেশান কাউন্সিলের চেয়ারম্যানের আদেশেই সু চিকে ক্ষমা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং আটক হন সু চি। একাধিক মামলায় তার মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে।

জান্তা সংশ্লিষ্টরা বলছেন, পাঁচটি মামলায় তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও তার রিরুদ্ধে আরও ১৪টি মামলা রয়েছে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।

Tag :

Please Share This Post in Your Social Media

পাঁচ মামলায় ক্ষমা পেলেন সু চি

Update Time : ০৮:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের কারাবন্দি নেতা অং সান সু চি’কে পাঁচটি ফৌজদারি মামলায় সাধারণ ক্ষমা করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে আরও ১৪টি মামলা চলমান রয়েছে।

মঙ্গলবার দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৌদ্ধধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘বুদ্ধিস্ট লেন্ট ডে’ উপলক্ষে সু চিসহ সাত হাজারের বেশি কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

স্টেট এডমিনিস্ট্রেশান কাউন্সিলের চেয়ারম্যানের আদেশেই সু চিকে ক্ষমা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং আটক হন সু চি। একাধিক মামলায় তার মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে।

জান্তা সংশ্লিষ্টরা বলছেন, পাঁচটি মামলায় তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলেও তার রিরুদ্ধে আরও ১৪টি মামলা রয়েছে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।