নীলফামারীর ডিমলাকে তামাক চাষ মুক্ত করার লক্ষ্যে কৃষক সমাবেশ ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • / ২৭৪ Time View

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

তামাক চাষ বর্জন করি,ধুমপান মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলাকে তামাক চাষ মুক্ত করার লক্ষ্যে ডিমলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তামাক চাষমুক্ত করার লক্ষ্যে নানাবিধ পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, ইউপি সদস্য আবুল কালাম, জুয়েল হোসেন রব্বু, আজিদুল, মকবুল হোসেনসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও সম্মানিত কৃষককৃষানীগণ।
আলোচনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী। তিনি তাঁর উপস্থাপনায় বলেন, ডিমলা উপজেলাকে তামাক চাষ মুক্ত করতে মাননীয় এমপি মহোদয়ের উদ্যোগে উপজেলা কৃষি অফিস বিভিন্ন কর্মসূচি ইত্যোমধ্যে গ্রহণ করেছে। কর্মসুচিগুলোর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকলস্থরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদমাধ্যমকর্মী ও কৃষকদের নিয়ে সমন্বয় সভা ও আলোচনা করা হয়। মাননীয় এমপি মহোদয় ও অত্র উপজেলার ৩শ জন তামাক চাষী নিয়ে চলতি বছরের গত
২৯ মে/২২ এক বর্ণাঢ্য র্যালি প্রচার করা হয়েছে। এছাড়াও তামাক চাষ মুক্ত করার লক্ষ্যে কৃষি অফিসের সকল উপ সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে সরেজমিনে প্রত্যক্ষভাবে দেখভাল করছেন মর্মে তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি আরও বলেন, তামাকের বিকল্প ও লাভজনক ফসল হিসেবে ভুট্টা, সরিষা, আলু, গম কিংবা যেকোনো সবজি চাষ করা যায়। এইসব ফসল উত্তোলন শেষে একই জমিতে পাট,আউশধান ও বোরো চাষ করে কৃষকগন লাভ
হতে পারবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারীর ডিমলাকে তামাক চাষ মুক্ত করার লক্ষ্যে কৃষক সমাবেশ ও আলোচনা

Update Time : ০২:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

তামাক চাষ বর্জন করি,ধুমপান মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলাকে তামাক চাষ মুক্ত করার লক্ষ্যে ডিমলা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তামাক চাষমুক্ত করার লক্ষ্যে নানাবিধ পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, ইউপি সদস্য আবুল কালাম, জুয়েল হোসেন রব্বু, আজিদুল, মকবুল হোসেনসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও সম্মানিত কৃষককৃষানীগণ।
আলোচনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী। তিনি তাঁর উপস্থাপনায় বলেন, ডিমলা উপজেলাকে তামাক চাষ মুক্ত করতে মাননীয় এমপি মহোদয়ের উদ্যোগে উপজেলা কৃষি অফিস বিভিন্ন কর্মসূচি ইত্যোমধ্যে গ্রহণ করেছে। কর্মসুচিগুলোর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকলস্থরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদমাধ্যমকর্মী ও কৃষকদের নিয়ে সমন্বয় সভা ও আলোচনা করা হয়। মাননীয় এমপি মহোদয় ও অত্র উপজেলার ৩শ জন তামাক চাষী নিয়ে চলতি বছরের গত
২৯ মে/২২ এক বর্ণাঢ্য র্যালি প্রচার করা হয়েছে। এছাড়াও তামাক চাষ মুক্ত করার লক্ষ্যে কৃষি অফিসের সকল উপ সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে সরেজমিনে প্রত্যক্ষভাবে দেখভাল করছেন মর্মে তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি আরও বলেন, তামাকের বিকল্প ও লাভজনক ফসল হিসেবে ভুট্টা, সরিষা, আলু, গম কিংবা যেকোনো সবজি চাষ করা যায়। এইসব ফসল উত্তোলন শেষে একই জমিতে পাট,আউশধান ও বোরো চাষ করে কৃষকগন লাভ
হতে পারবে।