নওগাঁর রাণীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ১৫২ Time View

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দিনগত গভীর রাতে উপজেলার ভাটকৈ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলার শফিকপুর গ্রামের মৃত মীরবক্স সরদারের ছেলে আব্দুস সামাদ ওরফে ধলু (৫৬) ও হাফিজুর রহমান (৪৮) এবং আত্রাই উপজেলার হিসাবদিনগর গ্রামের মৃত সুবেশ সরকারের ছেলে ধীরু সরকার (৪০)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল চলছিল। এমতাবস্থায় রাত ৩টার দিকে কয়েকজন সিএনজিযোগে সঙ্ঘবদ্ধ হয়ে ভাটকৈ এলাকায় ডাকাতির উদ্দ্যেশে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও পুলিশের টহল টিম ভাটকৈ বাজারে একটি সিএনজিসহ তিনজনকে আটক করে এবং অজ্ঞাত কয়েকজন পালিয়ে যায়। আটককালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বোলকাটার, কাচি, হাসুয়া ও চেইন উদ্ধারসহ সিএনজি আটক করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজনসহ অজ্ঞাত কয়েকজন ডাকাতির উদ্দ্যেশে যাচ্ছিল বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করে এদিনই তাদের তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর রাণীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন আটক

Update Time : ০৫:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দিনগত গভীর রাতে উপজেলার ভাটকৈ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলার শফিকপুর গ্রামের মৃত মীরবক্স সরদারের ছেলে আব্দুস সামাদ ওরফে ধলু (৫৬) ও হাফিজুর রহমান (৪৮) এবং আত্রাই উপজেলার হিসাবদিনগর গ্রামের মৃত সুবেশ সরকারের ছেলে ধীরু সরকার (৪০)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল চলছিল। এমতাবস্থায় রাত ৩টার দিকে কয়েকজন সিএনজিযোগে সঙ্ঘবদ্ধ হয়ে ভাটকৈ এলাকায় ডাকাতির উদ্দ্যেশে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও পুলিশের টহল টিম ভাটকৈ বাজারে একটি সিএনজিসহ তিনজনকে আটক করে এবং অজ্ঞাত কয়েকজন পালিয়ে যায়। আটককালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বোলকাটার, কাচি, হাসুয়া ও চেইন উদ্ধারসহ সিএনজি আটক করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজনসহ অজ্ঞাত কয়েকজন ডাকাতির উদ্দ্যেশে যাচ্ছিল বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করে এদিনই তাদের তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।