ধামরাইয়ে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৩১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / ১৩৮ Time View

সাভার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে বৃষ্টি রানী ঘোষ (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার বিকালে উপজেলার সানোরা ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃষ্টি রানী ঘোষ মানিকগঞ্জ সদর থানার কাটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম গ্রামের নিরঞ্জন ঘোষের মেয়ে। বৃষ্টি কাটিগ্রাম বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকালের দিকে ডাক্তার দেখানোর জন্য মহীশাষী মামার বাড়ি থেকে অটোরিকশাযোগে কালামপুরের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় অটোরিকশা খাগুরতা এলাকায় পৌঁছালে সড়কের পাশে কর্তনরত একটি গাছ অটোরিকশার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়।

এছাড়া অটোরিকশার আরও তিন-চারজন আরোহী আহত হয়েছেন। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদেরকে সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তালুকদার সজীব হাসান বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’

তবে কে বা কারা গাছটি কাটছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ধামরাইয়ে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে স্কুলছাত্রী নিহত

Update Time : ০১:৩১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

সাভার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে বৃষ্টি রানী ঘোষ (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার বিকালে উপজেলার সানোরা ইউনিয়নের সাটুরিয়া-কালামপুর সড়কের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃষ্টি রানী ঘোষ মানিকগঞ্জ সদর থানার কাটিগ্রাম ইউনিয়নের কাটিগ্রাম গ্রামের নিরঞ্জন ঘোষের মেয়ে। বৃষ্টি কাটিগ্রাম বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকালের দিকে ডাক্তার দেখানোর জন্য মহীশাষী মামার বাড়ি থেকে অটোরিকশাযোগে কালামপুরের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় অটোরিকশা খাগুরতা এলাকায় পৌঁছালে সড়কের পাশে কর্তনরত একটি গাছ অটোরিকশার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়।

এছাড়া অটোরিকশার আরও তিন-চারজন আরোহী আহত হয়েছেন। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদেরকে সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তালুকদার সজীব হাসান বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’

তবে কে বা কারা গাছটি কাটছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।