দেশব্যাপী ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ১৬০ Time View

নিউজ ডেস্কঃ

উন্নয়ন আর অগ্রযাত্রায় বদলে গেছে বাংলাদেশ। গ্রামে-গঞ্জে সর্বত্রই ফুটে উঠেছে উন্নয়নের ছোঁয়া। মানুষের জীবনযাত্রায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। নতুন এই বাংলাদেশকে আপনি কীভাবে দেখছেন? সেটাই ফুটিয়ে তুলুন ছোট একটি ভিডিওতে। আর আপনাদের সেই ভিডিওগুলো নিয়ে চলবে একটি প্রতিযোগিতা। যার শিরোনাম ‘আমার চোখে আজকের বাংলাদেশ’।

দেশের ৬৪ জেলার উন্নয়ন ও তার সুফলের ভিডিওচিত্র নিয়ে চলবে এই প্রতিযোগিতা। রয়েছে লক্ষ টাকার পুরস্কারও। ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক ভিডিও প্রতিযোগিতাটি আয়োজন করেছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক এইদিন। প্রতিযোগিতাটি চলবে ২৫ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

দেশের ৬৪ জেলার সর্বস্তরের সাধারণ মানুষ তথা প্রান্তিক পর্যায়ের জনসাধারণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে (www.dainikeidin.com) অথবা ফেসবুক পেইজ (facebook.com/dainikeidin)-এ প্রচারিত গুগলের রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। লিঙ্ক- https://forms.gle/P7pqnXV9fmM1Rt3Q6

ভিডিও কনটেন্ট তৈরির জন্য স্মার্টফোন, ক্যামেরা বা অন্য যেকোনো ডিভাইস ব্যবহার করা যাবে। দেশব্যাপী যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং সেসবের মাধ্যমে জনগণ কীভাবে উপকৃত হচ্ছে সেই বিষয়গুলোই ২ মিনিটের ভিডিও চিত্রে ফুঠিয়ে তুলতে হবে।

‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের ভিডিওতে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরবে। এতে করে সাধারণ মানুষ দেশের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আরও সচেতন হবে এবং দেশের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পাবে।

এছাড়া এই প্রতিযোগিতামূলক আয়োজনটির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সমস্যা সম্ভাবনাগুলো যাচাই বাছাই করার সুযোগ সৃষ্টি হবে। এমন কি আয়োজনটির মাধ্যমে সংগৃহীত ভিডিও ফুটেজগুলো দিয়ে পরবর্তীতে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যচিত্র নির্মাণ করতে ভূমিকা রাখবে।

প্রতিযোগিতাটি অংশগ্রহণের জন্য উল্লেখিত নিয়মাবলী অনুসরণ করতে হবে-

১) আপনার প্রস্তুতকৃত ভিডিওটি গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে অথবা সরাসরি আপলোডের মাধ্যমে আগামী ৭ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে পাঠাতে হবে। ড্রাইভ লিংকের ক্ষেত্রে অবশ্যই এক্সেস পাবলিক ভিউ থাকতে হবে।
২) ভিডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে অবশ্যই নিজের ধারণকৃত ফুটেজ ব্যবহার করতে হবে।
৩) ভিডিওতে সাধারণ মানুষের বক্তব্য ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে বক্তব্য স্পষ্ট হতে হবে।
৪) কপিরাইট রয়েছে এমন অডিও বা মিউজিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
৫) ভিডিওর ব্যাপ্তি সর্বোচ্চ ২ মিনিট

Tag :

Please Share This Post in Your Social Media

দেশব্যাপী ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা শুরু

Update Time : ১০:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

নিউজ ডেস্কঃ

উন্নয়ন আর অগ্রযাত্রায় বদলে গেছে বাংলাদেশ। গ্রামে-গঞ্জে সর্বত্রই ফুটে উঠেছে উন্নয়নের ছোঁয়া। মানুষের জীবনযাত্রায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। নতুন এই বাংলাদেশকে আপনি কীভাবে দেখছেন? সেটাই ফুটিয়ে তুলুন ছোট একটি ভিডিওতে। আর আপনাদের সেই ভিডিওগুলো নিয়ে চলবে একটি প্রতিযোগিতা। যার শিরোনাম ‘আমার চোখে আজকের বাংলাদেশ’।

দেশের ৬৪ জেলার উন্নয়ন ও তার সুফলের ভিডিওচিত্র নিয়ে চলবে এই প্রতিযোগিতা। রয়েছে লক্ষ টাকার পুরস্কারও। ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক ভিডিও প্রতিযোগিতাটি আয়োজন করেছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক এইদিন। প্রতিযোগিতাটি চলবে ২৫ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত।

দেশের ৬৪ জেলার সর্বস্তরের সাধারণ মানুষ তথা প্রান্তিক পর্যায়ের জনসাধারণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে (www.dainikeidin.com) অথবা ফেসবুক পেইজ (facebook.com/dainikeidin)-এ প্রচারিত গুগলের রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। লিঙ্ক- https://forms.gle/P7pqnXV9fmM1Rt3Q6

ভিডিও কনটেন্ট তৈরির জন্য স্মার্টফোন, ক্যামেরা বা অন্য যেকোনো ডিভাইস ব্যবহার করা যাবে। দেশব্যাপী যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং সেসবের মাধ্যমে জনগণ কীভাবে উপকৃত হচ্ছে সেই বিষয়গুলোই ২ মিনিটের ভিডিও চিত্রে ফুঠিয়ে তুলতে হবে।

‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের ভিডিওতে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরবে। এতে করে সাধারণ মানুষ দেশের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আরও সচেতন হবে এবং দেশের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পাবে।

এছাড়া এই প্রতিযোগিতামূলক আয়োজনটির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সমস্যা সম্ভাবনাগুলো যাচাই বাছাই করার সুযোগ সৃষ্টি হবে। এমন কি আয়োজনটির মাধ্যমে সংগৃহীত ভিডিও ফুটেজগুলো দিয়ে পরবর্তীতে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যচিত্র নির্মাণ করতে ভূমিকা রাখবে।

প্রতিযোগিতাটি অংশগ্রহণের জন্য উল্লেখিত নিয়মাবলী অনুসরণ করতে হবে-

১) আপনার প্রস্তুতকৃত ভিডিওটি গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে অথবা সরাসরি আপলোডের মাধ্যমে আগামী ৭ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে পাঠাতে হবে। ড্রাইভ লিংকের ক্ষেত্রে অবশ্যই এক্সেস পাবলিক ভিউ থাকতে হবে।
২) ভিডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে অবশ্যই নিজের ধারণকৃত ফুটেজ ব্যবহার করতে হবে।
৩) ভিডিওতে সাধারণ মানুষের বক্তব্য ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে বক্তব্য স্পষ্ট হতে হবে।
৪) কপিরাইট রয়েছে এমন অডিও বা মিউজিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
৫) ভিডিওর ব্যাপ্তি সর্বোচ্চ ২ মিনিট