ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাস ১৩ দশমিক ৩৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / ৩৪ Time View

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’- এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন মাত্র ৪ হাজার ৫৮২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

এই ভর্তি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ৪ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৩ দশমিক ৩৩ শতাংশ। বাকি ৮৬ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছেন সরকারি কমার্স কলেজের অথৈ ধর। তার প্রাপ্ত মোট নম্বর ১০৫ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৮৫ দশমিক ৫০)।

এই ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন রাজধানীর বি এ এফ শাহীন কলেজের শিক্ষার্থী মাহতাব সরকার জামী। তার প্রাপ্ত মোট নম্বর ৯২ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৭২ দশমিক ৫০)।

মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী রিদওয়ানুল করিম রাইয়ান। তার প্রাপ্ত মোট নম্বর ১০১ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৮১)।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে পাস ১৩ দশমিক ৩৩ শতাংশ

Update Time : ০৭:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’- এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন মাত্র ৪ হাজার ৫৮২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।

এই ভর্তি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ৪ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৩ দশমিক ৩৩ শতাংশ। বাকি ৮৬ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছেন সরকারি কমার্স কলেজের অথৈ ধর। তার প্রাপ্ত মোট নম্বর ১০৫ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৮৫ দশমিক ৫০)।

এই ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন রাজধানীর বি এ এফ শাহীন কলেজের শিক্ষার্থী মাহতাব সরকার জামী। তার প্রাপ্ত মোট নম্বর ৯২ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৭২ দশমিক ৫০)।

মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী রিদওয়ানুল করিম রাইয়ান। তার প্রাপ্ত মোট নম্বর ১০১ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর ৮১)।