ঢাবিতে অধ্যাপক জিয়া রহমানের স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / ৩১ Time View

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম অধ্যাপক ড. জিয়া রহমানের মাগফেরাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার (২৯ মার্চ) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শরিক হওয়ার অধ্যাপক ড. জিয়া রহমানের স্ত্রী মিসেস ফৌজিয়া খান (শীলা) সবাইকে বিনীত অনুরোধ করেন। উক্ত দোয়ায় মহিলাদের জন্যেও থাকার ব্যবস্থা রয়েছে।

অধ্যাপক ড. জিয়া রহমানের স্ত্রী মিসেস ফৌজিয়া খান (শীলা) বলেন, গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ক্রিমিনোলোজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিনেট সদস্য, শিক্ষক সমিতি ও নীলদলের সদস্য, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ ড. জিয়া রহমান গত ২৩ মার্চ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফেরাতের জন্য আগামী শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়ায় শরিক হওয়ার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি।

উল্লেখ্য, গত শনিবার (২৩ মার্চ) ভোর পৌনে ৪টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। এর আগে রাত তিনটার দিকে হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাবিতে অধ্যাপক জিয়া রহমানের স্মরণে দোয়া মাহফিল

Update Time : ০৪:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম অধ্যাপক ড. জিয়া রহমানের মাগফেরাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার (২৯ মার্চ) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শরিক হওয়ার অধ্যাপক ড. জিয়া রহমানের স্ত্রী মিসেস ফৌজিয়া খান (শীলা) সবাইকে বিনীত অনুরোধ করেন। উক্ত দোয়ায় মহিলাদের জন্যেও থাকার ব্যবস্থা রয়েছে।

অধ্যাপক ড. জিয়া রহমানের স্ত্রী মিসেস ফৌজিয়া খান (শীলা) বলেন, গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ক্রিমিনোলোজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিনেট সদস্য, শিক্ষক সমিতি ও নীলদলের সদস্য, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ ড. জিয়া রহমান গত ২৩ মার্চ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফেরাতের জন্য আগামী শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়ায় শরিক হওয়ার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি।

উল্লেখ্য, গত শনিবার (২৩ মার্চ) ভোর পৌনে ৪টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। এর আগে রাত তিনটার দিকে হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।