ডোমারে মূলহোতা তুহিন সহ ৭ জুয়ারীকে আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • / ৩১২ Time View
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নিলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা পরিচালনাকারীর মূলহোতা তুহিন ইসলাম সহ ৭ জুয়ারীকে খেলার সরঞ্জামাদি নগদ অর্থ সহ হাতেনাতে আটক করেছে ডোমার থানা পুলিশ।
.
গত ১১ জুলাই সন্ধা আনুমানিক সাড়ে ৬ টায় এসআই আতিকুজ্জামান আতিক এর নেতৃত্বে কয়েকজন এএসআই সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের চিকনমাটী দোলাপাড়া মৌজাস্থ পাটাকাটা শ্মশানের মাঠ থেকে জুয়া খেলা অবস্থায় মূলহোতা তুহিন ইসলাম সহ ৭ জনকে আটক করে পুলিশ।
.
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস,নগদ অর্থ জব্দ করা হয়। ওই রাতেই এসআই আতিকুজ্জামান আতিক বাদী হয়ে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা নং-৫৪৯ তারিখ ১১/০৭/২০২০ ইং দায়ের করেন। আটককৃতরা হলেন ১। চিকনমাটী দোলাপাড়া গ্রামের মৃতঃ মোসলেম উদ্দিনের পুএ তুহিন ইসলাম (২৮) ২। চিকনমাটী দোলাপাড়া গ্রামের মৃতঃ ফাংগির পুএ প্রদীপ (৩৫) ৩। চিকনমাটী কাছারী পাড়া গ্রামের একরামুলের পুএ রবিউল ইসলাম (২৭) ৪। চিকনমাটী ষ্টেশন পাড়া গ্রামের মৃতঃ ওসমান গনির পুএ বাবলু (৪০) ৫। পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মৃতঃ শপিস চন্দ্র সিং এর পুএ রিপন চন্দ্র সিং (৪৮) ৬।
.
পশ্চিম চিকনমাটী চেয়ারম্যান পাড়া গ্রামের জাহিরুল ইসলামের পুএ শাহ আলম (২২) ৭। চিকনমাটী দোলাপাড়া গ্রামের আঃ কাদেরের পুএ আব্দুল লতিফ (২২)।
.
রবিবার ১২/০৭/২০২০ইং সকালে তাদেরকে জেলা আদালতে প্রেরণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, তুহিন ইসলাম তার ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পাটাকাটা শ্মশানের মাঠে বিভিন্ন এলাকার লোকদের মোবাইল ফোনের মাধ্যমে ডেকে এনে জুয়ার আসর বসাতো।আমরা কোন কিছু বললে আমাদের কথার কোন তোয়াক্কা সে করতো না।
.
এই জুয়ার কারনে এলাকায় চুরি চামারী লেগেই আছে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ৭ জুয়ারীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা দিয়ে তাদেরকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

ডোমারে মূলহোতা তুহিন সহ ৭ জুয়ারীকে আটক

Update Time : ০১:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নিলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা পরিচালনাকারীর মূলহোতা তুহিন ইসলাম সহ ৭ জুয়ারীকে খেলার সরঞ্জামাদি নগদ অর্থ সহ হাতেনাতে আটক করেছে ডোমার থানা পুলিশ।
.
গত ১১ জুলাই সন্ধা আনুমানিক সাড়ে ৬ টায় এসআই আতিকুজ্জামান আতিক এর নেতৃত্বে কয়েকজন এএসআই সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের চিকনমাটী দোলাপাড়া মৌজাস্থ পাটাকাটা শ্মশানের মাঠ থেকে জুয়া খেলা অবস্থায় মূলহোতা তুহিন ইসলাম সহ ৭ জনকে আটক করে পুলিশ।
.
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস,নগদ অর্থ জব্দ করা হয়। ওই রাতেই এসআই আতিকুজ্জামান আতিক বাদী হয়ে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা নং-৫৪৯ তারিখ ১১/০৭/২০২০ ইং দায়ের করেন। আটককৃতরা হলেন ১। চিকনমাটী দোলাপাড়া গ্রামের মৃতঃ মোসলেম উদ্দিনের পুএ তুহিন ইসলাম (২৮) ২। চিকনমাটী দোলাপাড়া গ্রামের মৃতঃ ফাংগির পুএ প্রদীপ (৩৫) ৩। চিকনমাটী কাছারী পাড়া গ্রামের একরামুলের পুএ রবিউল ইসলাম (২৭) ৪। চিকনমাটী ষ্টেশন পাড়া গ্রামের মৃতঃ ওসমান গনির পুএ বাবলু (৪০) ৫। পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মৃতঃ শপিস চন্দ্র সিং এর পুএ রিপন চন্দ্র সিং (৪৮) ৬।
.
পশ্চিম চিকনমাটী চেয়ারম্যান পাড়া গ্রামের জাহিরুল ইসলামের পুএ শাহ আলম (২২) ৭। চিকনমাটী দোলাপাড়া গ্রামের আঃ কাদেরের পুএ আব্দুল লতিফ (২২)।
.
রবিবার ১২/০৭/২০২০ইং সকালে তাদেরকে জেলা আদালতে প্রেরণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, তুহিন ইসলাম তার ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পাটাকাটা শ্মশানের মাঠে বিভিন্ন এলাকার লোকদের মোবাইল ফোনের মাধ্যমে ডেকে এনে জুয়ার আসর বসাতো।আমরা কোন কিছু বললে আমাদের কথার কোন তোয়াক্কা সে করতো না।
.
এই জুয়ার কারনে এলাকায় চুরি চামারী লেগেই আছে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ৭ জুয়ারীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা দিয়ে তাদেরকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।