ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০১ Time View

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ৯৭৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে হয়েছেন এক হাজার ৭৯৩ জন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮৪ জন এবং ঢাকার বাইরের এক হাজার ২০৯ জন। মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা এবং বাকিরা ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৮১ জন। এর মধ্যে ৮১ হাজার ৮৮৭ জন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরের এক লাখ ১৭ হাজার ৩০১ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮২ হাজার ৪৭১ জন এবং এক লাখ ১৮ হাজার ৫১০ জন ঢাকার বাইরের।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ৫২৬ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ২৮৩ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ২৪৩ জন

Tag :

Please Share This Post in Your Social Media

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

Update Time : ০৮:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ৯৭৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে হয়েছেন এক হাজার ৭৯৩ জন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮৪ জন এবং ঢাকার বাইরের এক হাজার ২০৯ জন। মারা যাওয়াদের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা এবং বাকিরা ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৮১ জন। এর মধ্যে ৮১ হাজার ৮৮৭ জন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরের এক লাখ ১৭ হাজার ৩০১ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮২ হাজার ৪৭১ জন এবং এক লাখ ১৮ হাজার ৫১০ জন ঢাকার বাইরের।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯ হাজার ৫২৬ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ২৮৩ জন এবং ঢাকার বাইরে ছয় হাজার ২৪৩ জন