ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন আনবে অপো

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / ১৭৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

চলতি বছর বাজারে ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন আনে শাওমি। এরপর প্রযুক্তিপ্রেমীদের কাছে ডুয়াল ডিসপ্লে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। সম্প্রতি একই ধরনের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে অপো। খবর সোস্যালনিউজ এক্সওয়াইজেড।

প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের অভিমত, অপোর নতুন ফোনটিতে প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি পেছনে একটি ছোট সেকেন্ডারি প্যানেল ডিসপ্লে থাকবে। এ বিষয়ে লেটসগো ডিজিটাল একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি চীনা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনআইপিএ) কাছে পেটেন্ট আবেদন দাখিল করেছে।

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) ডাটাবেজে এটি সংরক্ষিত আছে বলেও প্রতিবেদনে বলা হয়। তথ্যানুযায়ী, স্মার্টফোনটির ক্ষুদ্র ডিসপ্লেটি কোয়াড ক্যামেরার সেটআপের পাশেই থাকবে। সূত্রমতে, অপ্পো নতুন আরেকটি স্মার্টফোনের পেটেন্ট আবেদনও দাখিল করেছে। নতুন স্মার্টফোনটিতে থাকছে ‘ডিটাচেবল ক্যামেরা’। অর্থাৎ, ব্যবহারকারী চাইলে ফোনের ক্যামেরা খুলে রাখতে পারবেন। আবার প্রয়োজনমতো সংযোজনও করতে পারবেন। গুয়াংডং অপ্পো মোবাইল টেলিকমিউনিকশনসের সঙ্গে ডব্লিউআইপি পেটেন্ট আবেদনটি দাখিল করে।

পেটেন্ট অনুযায়ী, স্মার্টফোনটিতে দুটি বৃত্তাকার ক্যামেরা থাকবে। এছাড়া ‘পিল’ আকৃতির একটি অংশও থাকবে। বিশ্লেষকদের ধারণা, এটি এলইডি ফ্ল্যাশের কাজ করবে। ক্যামেরা মডিউলটির সঙ্গে ইউএসবি টাইপ-সি কানেক্টর থাকবে। এছাড়াও ৯০ ও ১৮০ ডিগ্রি কোণে ক্যামেরাটি ঘোরানো যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন আনবে অপো

Update Time : ০৫:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

চলতি বছর বাজারে ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন আনে শাওমি। এরপর প্রযুক্তিপ্রেমীদের কাছে ডুয়াল ডিসপ্লে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। সম্প্রতি একই ধরনের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে অপো। খবর সোস্যালনিউজ এক্সওয়াইজেড।

প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের অভিমত, অপোর নতুন ফোনটিতে প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি পেছনে একটি ছোট সেকেন্ডারি প্যানেল ডিসপ্লে থাকবে। এ বিষয়ে লেটসগো ডিজিটাল একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি চীনা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনআইপিএ) কাছে পেটেন্ট আবেদন দাখিল করেছে।

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) ডাটাবেজে এটি সংরক্ষিত আছে বলেও প্রতিবেদনে বলা হয়। তথ্যানুযায়ী, স্মার্টফোনটির ক্ষুদ্র ডিসপ্লেটি কোয়াড ক্যামেরার সেটআপের পাশেই থাকবে। সূত্রমতে, অপ্পো নতুন আরেকটি স্মার্টফোনের পেটেন্ট আবেদনও দাখিল করেছে। নতুন স্মার্টফোনটিতে থাকছে ‘ডিটাচেবল ক্যামেরা’। অর্থাৎ, ব্যবহারকারী চাইলে ফোনের ক্যামেরা খুলে রাখতে পারবেন। আবার প্রয়োজনমতো সংযোজনও করতে পারবেন। গুয়াংডং অপ্পো মোবাইল টেলিকমিউনিকশনসের সঙ্গে ডব্লিউআইপি পেটেন্ট আবেদনটি দাখিল করে।

পেটেন্ট অনুযায়ী, স্মার্টফোনটিতে দুটি বৃত্তাকার ক্যামেরা থাকবে। এছাড়া ‘পিল’ আকৃতির একটি অংশও থাকবে। বিশ্লেষকদের ধারণা, এটি এলইডি ফ্ল্যাশের কাজ করবে। ক্যামেরা মডিউলটির সঙ্গে ইউএসবি টাইপ-সি কানেক্টর থাকবে। এছাড়াও ৯০ ও ১৮০ ডিগ্রি কোণে ক্যামেরাটি ঘোরানো যাবে।