জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। সেখানে ভাষণ দেবেন তিনি এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি নিয়েও তার আলোচনার কথা রয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এ কথা জানান।

কারিন জ্যাঁ পিয়েরে বলেছেন, বাইডেন জাতিসংঘ অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন।তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবেলা, বৈশ্বিক সমৃদ্ধির অগ্রগতি এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতার বিষয়ে আলোচনা করতে বিশ্বনেতাদের সাথে সাক্ষাৎ ও আলোচনা করবেন।

তবে কোন কোন নেতার সঙ্গে বাইডেন সাক্ষাৎ ও আলোচনা করতে যাচ্ছেন, সে সম্পর্কে হোয়াইট হাউসের ওই বিবৃতিতে কিছু বলা হয়নি।

গতবারের মতো এবারেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধই প্রাধান্য পাবে বলে ধারনা করা হচ্ছে। গতবছর ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার দখলের নিন্দা জানিয়ে সর্বসম্মতভাবে ভোট গ্রহণ করে জাতিসংঘ।

Tag :

Please Share This Post in Your Social Media

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বাইডেন

Update Time : ০৫:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। সেখানে ভাষণ দেবেন তিনি এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি নিয়েও তার আলোচনার কথা রয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এ কথা জানান।

কারিন জ্যাঁ পিয়েরে বলেছেন, বাইডেন জাতিসংঘ অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন।তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবেলা, বৈশ্বিক সমৃদ্ধির অগ্রগতি এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতার বিষয়ে আলোচনা করতে বিশ্বনেতাদের সাথে সাক্ষাৎ ও আলোচনা করবেন।

তবে কোন কোন নেতার সঙ্গে বাইডেন সাক্ষাৎ ও আলোচনা করতে যাচ্ছেন, সে সম্পর্কে হোয়াইট হাউসের ওই বিবৃতিতে কিছু বলা হয়নি।

গতবারের মতো এবারেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধই প্রাধান্য পাবে বলে ধারনা করা হচ্ছে। গতবছর ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার দখলের নিন্দা জানিয়ে সর্বসম্মতভাবে ভোট গ্রহণ করে জাতিসংঘ।