চৌহালীতে আশ্রয়ন প্রকল্প-২ পরিদর্শনে কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / ১২৪ Time View

মোঃ ইমরুল হাসান (চৌহালী)

মুজিববর্ষ উপলক্ষে চৌহালীতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের নির্মাণাধীন বাসগৃহ পরিদর্শন করেছেন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি ।

বৃহস্পতিবার (২২ডিসেম্বর ) দুপুরে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ে নির্মাণাধীন ৩০টি বাসগৃহের কাজ পরিদর্শন করেন.।নির্মাণাধীন বাসগৃহের চলমান কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন সবাই।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চলমান এ কর্মসূচি বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার সবচেয়ে বড় কর্মসূচি।

এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। গৃহহীন-ভূমিহীনদের ঘর করে দেওয়ার এত বড় কর্মসূচি পৃথিবীতে আর একটিও নেই।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গরীব ও অসহায়দের স্বাবলম্বী করতে নানান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই আশ্রয়ন প্রকল্প। এর মাধ্যমে গৃহহীন ব্যক্তিরা গৃহ পাবে এবং নিজেদের কর্মের মাধ্যমে আরও বেশি স্বাবলম্বী হবে।

এ সময় তিনি উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুর্কী গ্রামে নির্মাণাধীন ৩০টি গৃহনির্মাণ কাজের অগ্রগতি ও কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া কাজের গুণগত মান ঠিক রেখে বাকি কাজগুলো শেষ করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুন আর রশিদ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌহালীতে আশ্রয়ন প্রকল্প-২ পরিদর্শনে কর্মকর্তারা

Update Time : ০৪:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

মোঃ ইমরুল হাসান (চৌহালী)

মুজিববর্ষ উপলক্ষে চৌহালীতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের নির্মাণাধীন বাসগৃহ পরিদর্শন করেছেন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি ।

বৃহস্পতিবার (২২ডিসেম্বর ) দুপুরে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ে নির্মাণাধীন ৩০টি বাসগৃহের কাজ পরিদর্শন করেন.।নির্মাণাধীন বাসগৃহের চলমান কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন সবাই।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চলমান এ কর্মসূচি বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার সবচেয়ে বড় কর্মসূচি।

এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। গৃহহীন-ভূমিহীনদের ঘর করে দেওয়ার এত বড় কর্মসূচি পৃথিবীতে আর একটিও নেই।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গরীব ও অসহায়দের স্বাবলম্বী করতে নানান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই আশ্রয়ন প্রকল্প। এর মাধ্যমে গৃহহীন ব্যক্তিরা গৃহ পাবে এবং নিজেদের কর্মের মাধ্যমে আরও বেশি স্বাবলম্বী হবে।

এ সময় তিনি উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুর্কী গ্রামে নির্মাণাধীন ৩০টি গৃহনির্মাণ কাজের অগ্রগতি ও কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া কাজের গুণগত মান ঠিক রেখে বাকি কাজগুলো শেষ করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুন আর রশিদ উপস্থিত ছিলেন।