চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সুযোগ চেয়ে আবারও পরিবারের আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ৫৬ Time View

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আবেদন করেছেন তার ভাই শামীম এস্কান্দার। রোববার (১৭ মার্চ) তিনি এই আবেদন করেন বলে জানা গেছে।

এর আগেও খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আবেদন করেছে তার পরিবার। সবশেষ গত বছরের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন শামীম এস্কান্দার। পরে সেটি বিবেচনার জন্য যায় আইন মন্ত্রণালয়ে। শেষ পর্যন্ত সেই আবেদনে ইতিবাচক ফল পায়নি বিএনপি।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এ মামলার রায় ঘোষণার পরে কারাগারে পাঠানো হয় বিএনপি নেত্রীকে।

করোনা চলাকালে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। এরপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজাতেই থাকছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সুযোগ চেয়ে আবারও পরিবারের আবেদন

Update Time : ০৭:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আবেদন করেছেন তার ভাই শামীম এস্কান্দার। রোববার (১৭ মার্চ) তিনি এই আবেদন করেন বলে জানা গেছে।

এর আগেও খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আবেদন করেছে তার পরিবার। সবশেষ গত বছরের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন শামীম এস্কান্দার। পরে সেটি বিবেচনার জন্য যায় আইন মন্ত্রণালয়ে। শেষ পর্যন্ত সেই আবেদনে ইতিবাচক ফল পায়নি বিএনপি।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এ মামলার রায় ঘোষণার পরে কারাগারে পাঠানো হয় বিএনপি নেত্রীকে।

করোনা চলাকালে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। এরপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজাতেই থাকছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।