চলতি বছরই শুরু হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৫৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / ১৭৩ Time View

 

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় চলতি বছরই শুরু হচ্ছে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম। স্থানীয় উপজেলা শিক্ষা অফিস থেকে নির্বাচিত সব বিদ্যালয়ে আবশ্যিকভাবে প্রাক-প্রাথমিক শুরু করতে হবে।

দুই ঘণ্টা করে প্রথমে চার বছরের বেশি বয়সি এবং পাঁচ বছর বয়সি শিশুদের পাঠদান কার্যক্রম চলবে। এই সময়ে তাদের বিশেষ গুরুত্ব দিয়ে পাঠ দিতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতি শাখায় ৩০ জন করে শিশু নিয়ে খোলা জায়গায় মাদুর বিছিয়ে করাতে হবে ক্লাস। শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে রাখতে হবে বিবিধ কাজ, ব্যায়াম ও খেলাধুলার ব্যবস্থা।

বুধবার (৪ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত আদেশে বিশেষভাবে বলা হয়েছে, প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনা করবেন। তিনি দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনা শেষে বিদ্যালয়ের অন্য শ্রেণিতে পাঠদান করবেন। বছরের প্রথমেই এ কার্যক্রম অন্তর্ভুক্ত করে রুটিন তৈরি করতে হবে। প্রাক-প্রাথমিকের জন্য নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাচমেন্ট এলাকার ২০২৩-এর জরিপ পরিচালনাপূর্বক চার বছরের বেশি বয়সি সব শিশুকে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির উদ্যোগ নিতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, চার বছরের বেশি বয়সি প্রাক-প্রাথমিক শ্রেণি ৩০ জন শিশু নিয়ে পরিচালিত হবে। ভর্তিকৃত শিশুর সংখ্যা এর বেশি হলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে (একাধিক শাখা খুলে) তাদের শিক্ষার সুযোগ তৈরি করে দিতে হবে। তবে একাধিক শাখা বা ব্যাচ খোলা কোনোভাবেই সম্ভব না হলে উপযোগী নমনীয় কৌশল অবলম্বনের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে। চার ও পাঁচ বছরের বেশি বয়সিদের জন্য পৃথক হাজিরা খাতা রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে চার বছরের বেশি বয়সি শিশুদের জন্য শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী আঁকিবুঁকি খাতা এবং একটি করে শিক্ষক সহায়িকা প্রেরণ করা হবে। চার বছরের বেশি বয়সি প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু এবং পাঁচ বছরের বেশি বয়সি শিশুদের একই সময়ে, একই শ্রেণিকক্ষে কার্যক্রম পরিচালনা করা যাবে না বা উচ্চতর শ্রেণির শিক্ষার্থীদের পেছনে বসানো যাবে না।

শিক্ষাক্রম ও শিখনসামগ্রীতে প্রাক-প্রাথমিক শিক্ষার শ্রেণিকক্ষে বিবিধ কাজ, ব্যায়াম ও খেলাধুলার সংস্থান রয়েছে। তাই মাদুর বিছিয়ে ক্লাস পরিচালনা করা উত্তম। তবে যদি বেঞ্চসমৃদ্ধ শ্রেণিকক্ষই একমাত্র সম্ভাব্য জায়গা হয় সে ক্ষেত্রে বেঞ্চ এক পাশে সরিয়ে শিশুদের বসার জায়গা করতে হবে এবং খেলা, ব্যায়াম ও কাজ করানোর সময় শিশুদের ক্লাসের বাইরে খোলা জায়গায় নিয়ে আসতে হবে। কোনোভাবেই বেঞ্চে বসিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনা করা যাবে না।

দুই বছর মেয়াদি চার বছরের বেশি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শ্রেণিতে উপকরণ কেনার জন্য ৫ হাজার টাকা প্রদান করা হবে। বরাদ্দকৃত টাকা দিয়ে নির্দেশনা ও তালিকা মোতাবেক চার বছরের বেশি বয়সি শিশুদের জন্য সঠিক সামগ্রী কিনতে হবে। তা ছাড়া স্থানীয়ভাবে শিক্ষক সহায়িকায় বর্ণিত তালিকা অনুযায়ী উপকরণ সংগ্রহ করতে হবে। পাঁচ বছর বয়সি শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার উপকরণ কেনার জন্য প্রতি বছর ১০ হাজার টাকা দেওয়া হবে।

২০১৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ‘শ্রেণিকক্ষ ও উপকরণ বিন্যাস, সজ্জা ও ব্যবস্থাপনা নির্দেশিকা’ অনুসরণে শ্রেণিকক্ষটি সজ্জিত করতে বলা হয়েছে এই আদেশে। বলা হয়েছে, শিক্ষকদের প্রয়োজনে স্থানীয় খেলা, গল্প ও উপকরণ সংগ্রহের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুনত্ব আনতে হবে। শিক্ষক সহায়িকার নির্দেশনা মোতাবেক অভিভাবকদের সম্পৃক্ততা নিশ্চিত করতে শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার মধ্যে এক বা একাধিক বেসরকারি সংস্থা প্রাক-প্রাথমিক শিক্ষা পরিচালনা করলে তা সম্মিলিতভাবে সমন্বয় করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

চলতি বছরই শুরু হচ্ছে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম

Update Time : ১০:৫৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় চলতি বছরই শুরু হচ্ছে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম। স্থানীয় উপজেলা শিক্ষা অফিস থেকে নির্বাচিত সব বিদ্যালয়ে আবশ্যিকভাবে প্রাক-প্রাথমিক শুরু করতে হবে।

দুই ঘণ্টা করে প্রথমে চার বছরের বেশি বয়সি এবং পাঁচ বছর বয়সি শিশুদের পাঠদান কার্যক্রম চলবে। এই সময়ে তাদের বিশেষ গুরুত্ব দিয়ে পাঠ দিতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতি শাখায় ৩০ জন করে শিশু নিয়ে খোলা জায়গায় মাদুর বিছিয়ে করাতে হবে ক্লাস। শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে রাখতে হবে বিবিধ কাজ, ব্যায়াম ও খেলাধুলার ব্যবস্থা।

বুধবার (৪ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত আদেশে বিশেষভাবে বলা হয়েছে, প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনা করবেন। তিনি দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনা শেষে বিদ্যালয়ের অন্য শ্রেণিতে পাঠদান করবেন। বছরের প্রথমেই এ কার্যক্রম অন্তর্ভুক্ত করে রুটিন তৈরি করতে হবে। প্রাক-প্রাথমিকের জন্য নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাচমেন্ট এলাকার ২০২৩-এর জরিপ পরিচালনাপূর্বক চার বছরের বেশি বয়সি সব শিশুকে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির উদ্যোগ নিতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, চার বছরের বেশি বয়সি প্রাক-প্রাথমিক শ্রেণি ৩০ জন শিশু নিয়ে পরিচালিত হবে। ভর্তিকৃত শিশুর সংখ্যা এর বেশি হলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে (একাধিক শাখা খুলে) তাদের শিক্ষার সুযোগ তৈরি করে দিতে হবে। তবে একাধিক শাখা বা ব্যাচ খোলা কোনোভাবেই সম্ভব না হলে উপযোগী নমনীয় কৌশল অবলম্বনের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে। চার ও পাঁচ বছরের বেশি বয়সিদের জন্য পৃথক হাজিরা খাতা রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে চার বছরের বেশি বয়সি শিশুদের জন্য শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী আঁকিবুঁকি খাতা এবং একটি করে শিক্ষক সহায়িকা প্রেরণ করা হবে। চার বছরের বেশি বয়সি প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু এবং পাঁচ বছরের বেশি বয়সি শিশুদের একই সময়ে, একই শ্রেণিকক্ষে কার্যক্রম পরিচালনা করা যাবে না বা উচ্চতর শ্রেণির শিক্ষার্থীদের পেছনে বসানো যাবে না।

শিক্ষাক্রম ও শিখনসামগ্রীতে প্রাক-প্রাথমিক শিক্ষার শ্রেণিকক্ষে বিবিধ কাজ, ব্যায়াম ও খেলাধুলার সংস্থান রয়েছে। তাই মাদুর বিছিয়ে ক্লাস পরিচালনা করা উত্তম। তবে যদি বেঞ্চসমৃদ্ধ শ্রেণিকক্ষই একমাত্র সম্ভাব্য জায়গা হয় সে ক্ষেত্রে বেঞ্চ এক পাশে সরিয়ে শিশুদের বসার জায়গা করতে হবে এবং খেলা, ব্যায়াম ও কাজ করানোর সময় শিশুদের ক্লাসের বাইরে খোলা জায়গায় নিয়ে আসতে হবে। কোনোভাবেই বেঞ্চে বসিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনা করা যাবে না।

দুই বছর মেয়াদি চার বছরের বেশি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শ্রেণিতে উপকরণ কেনার জন্য ৫ হাজার টাকা প্রদান করা হবে। বরাদ্দকৃত টাকা দিয়ে নির্দেশনা ও তালিকা মোতাবেক চার বছরের বেশি বয়সি শিশুদের জন্য সঠিক সামগ্রী কিনতে হবে। তা ছাড়া স্থানীয়ভাবে শিক্ষক সহায়িকায় বর্ণিত তালিকা অনুযায়ী উপকরণ সংগ্রহ করতে হবে। পাঁচ বছর বয়সি শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার উপকরণ কেনার জন্য প্রতি বছর ১০ হাজার টাকা দেওয়া হবে।

২০১৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ‘শ্রেণিকক্ষ ও উপকরণ বিন্যাস, সজ্জা ও ব্যবস্থাপনা নির্দেশিকা’ অনুসরণে শ্রেণিকক্ষটি সজ্জিত করতে বলা হয়েছে এই আদেশে। বলা হয়েছে, শিক্ষকদের প্রয়োজনে স্থানীয় খেলা, গল্প ও উপকরণ সংগ্রহের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুনত্ব আনতে হবে। শিক্ষক সহায়িকার নির্দেশনা মোতাবেক অভিভাবকদের সম্পৃক্ততা নিশ্চিত করতে শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার মধ্যে এক বা একাধিক বেসরকারি সংস্থা প্রাক-প্রাথমিক শিক্ষা পরিচালনা করলে তা সম্মিলিতভাবে সমন্বয় করতে হবে।