গাজীপুরে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • / ১৬৩ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে পৃথক ঘটনায় রেলওয়ের গেটম্যানসহ দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার কালীগঞ্জ ও গাছা থানা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে কাইয়ুম মোড়ল (২৮) এবং শেরপুরের নকলা উপজেলার গনপদ্দি গ্রামের নয়ন চন্দের ছেলে মো. শাওন (২২)। এদের মধ্যে কাইয়ুম রেলওয়ের ভৈরব অঞ্চলের মেথিকান্দা এলাকার অস্থায়ী গেটম্যান হিসেবে কর্মরত এবং শাওন প্রতিবন্ধী ছিলেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, সম্প্রতি কাইয়ুম মোড়লের সন্তান মারা যান। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শনিবার বিকালে তিনি দরজা বন্ধ করে ঘরে একা অবস্থান করছিলেন। সন্ধ্যা পর্যন্ত তার সাড়াশব্দ না পেয়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা ঘরের আড়ার সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় কাইয়ুমের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

অপরদিকে, গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থেকে নরসুন্দরের কাজ করেন নয়ন চন্দ। শনিবার বিকালে তার প্রতিবন্ধী ছেলে শাওন দরজা বন্ধ করে ঘরের ভেতর একা অবস্থান করছিলেন। সাড়াশব্দ না পেয়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০১:২৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে পৃথক ঘটনায় রেলওয়ের গেটম্যানসহ দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার কালীগঞ্জ ও গাছা থানা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে কাইয়ুম মোড়ল (২৮) এবং শেরপুরের নকলা উপজেলার গনপদ্দি গ্রামের নয়ন চন্দের ছেলে মো. শাওন (২২)। এদের মধ্যে কাইয়ুম রেলওয়ের ভৈরব অঞ্চলের মেথিকান্দা এলাকার অস্থায়ী গেটম্যান হিসেবে কর্মরত এবং শাওন প্রতিবন্ধী ছিলেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, সম্প্রতি কাইয়ুম মোড়লের সন্তান মারা যান। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শনিবার বিকালে তিনি দরজা বন্ধ করে ঘরে একা অবস্থান করছিলেন। সন্ধ্যা পর্যন্ত তার সাড়াশব্দ না পেয়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা ঘরের আড়ার সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় কাইয়ুমের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

অপরদিকে, গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থেকে নরসুন্দরের কাজ করেন নয়ন চন্দ। শনিবার বিকালে তার প্রতিবন্ধী ছেলে শাওন দরজা বন্ধ করে ঘরের ভেতর একা অবস্থান করছিলেন। সাড়াশব্দ না পেয়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।