গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৭৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • / ১৩৪ Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০১টি নমুনা পরীক্ষায় ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে জেলায় করোনা আক্রান্তের হার ২৫ দশমিক ১২ শতাংশ। যা পূর্বের চেয়ে ৭ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রোববার (২০ জুন) সকালে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে রোববার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে মোট নমুনা পরীক্ষা করা হয় এক হাজার ৫০১ জনের। এরমধ্যে আরটিপিসিআর মেশিনে ৪১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৯৫ জন।

অন্যদিকে, রাজশাহীর ৯ উপজেলায় মোট ১০৫ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করা হয়। এতে শনাক্ত হন ৬৪ জন। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে ৮০৭ জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ২৫৩ জন শনাক্ত হয়েছেন। আবার জিন এক্সপার্ট টেস্ট করা হয় ২৬ জনের। এতে শনাক্ত হন ১৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার বিষয়ে উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৪টি নমুনা পরীক্ষায় ২৩৫ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। রামেকে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৯৯ শতাংশ।

উপ পরিচালক আরও জানান, করোনার সংক্রমণের হার পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এতে রামেক হাসপাতালেও শয্যা সঙ্কট কোনোভাবেই কাটিয়ে ওঠা যাচ্ছে না। একইসঙ্গে রোগীর তুলনায় নেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা। যার কারণে রোগীদের সেবা দিতে আমাদের রীতিমতো হিমসিম খেতে হচ্ছে।

ক্রমবর্ধমান সংক্রমণের হার বৃদ্ধির বিষয়ে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। যে হারে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা সত্যিই উদ্বেগজনক। করোনার সংক্রমণ প্রতিরোধে সকলকে আত্মসচেতন হওয়া অতীব জরুরি।’

করোনার সংক্রমণ রোধের বিষয়ে তিনি বলেন, ‘অন্তত নিজ স্বাস্থ্যসুরক্ষায় সামাজিক দূরত্ব বজায়, মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার, বাইরে থেকে এসে হাত ধোয়া ও মুখমণ্ডলে বার বার হাতের স্পর্শ না করা থেকে সচেতন হতে হবে। এসব সাধারণ নিয়মগুলো মানলে অন্তত সামাজিক সংক্রমণ থেকে মুক্তি মিলবে।’

Please Share This Post in Your Social Media

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৭৭ জনের করোনা শনাক্ত

Update Time : ১০:৩৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০১টি নমুনা পরীক্ষায় ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে জেলায় করোনা আক্রান্তের হার ২৫ দশমিক ১২ শতাংশ। যা পূর্বের চেয়ে ৭ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রোববার (২০ জুন) সকালে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে রোববার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত রাজশাহীতে মোট নমুনা পরীক্ষা করা হয় এক হাজার ৫০১ জনের। এরমধ্যে আরটিপিসিআর মেশিনে ৪১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৯৫ জন।

অন্যদিকে, রাজশাহীর ৯ উপজেলায় মোট ১০৫ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করা হয়। এতে শনাক্ত হন ৬৪ জন। এছাড়া রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) থেকে ৮০৭ জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ২৫৩ জন শনাক্ত হয়েছেন। আবার জিন এক্সপার্ট টেস্ট করা হয় ২৬ জনের। এতে শনাক্ত হন ১৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার বিষয়ে উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৪টি নমুনা পরীক্ষায় ২৩৫ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। রামেকে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬ দশমিক ৯৯ শতাংশ।

উপ পরিচালক আরও জানান, করোনার সংক্রমণের হার পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এতে রামেক হাসপাতালেও শয্যা সঙ্কট কোনোভাবেই কাটিয়ে ওঠা যাচ্ছে না। একইসঙ্গে রোগীর তুলনায় নেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা। যার কারণে রোগীদের সেবা দিতে আমাদের রীতিমতো হিমসিম খেতে হচ্ছে।

ক্রমবর্ধমান সংক্রমণের হার বৃদ্ধির বিষয়ে রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। যে হারে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা সত্যিই উদ্বেগজনক। করোনার সংক্রমণ প্রতিরোধে সকলকে আত্মসচেতন হওয়া অতীব জরুরি।’

করোনার সংক্রমণ রোধের বিষয়ে তিনি বলেন, ‘অন্তত নিজ স্বাস্থ্যসুরক্ষায় সামাজিক দূরত্ব বজায়, মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার, বাইরে থেকে এসে হাত ধোয়া ও মুখমণ্ডলে বার বার হাতের স্পর্শ না করা থেকে সচেতন হতে হবে। এসব সাধারণ নিয়মগুলো মানলে অন্তত সামাজিক সংক্রমণ থেকে মুক্তি মিলবে।’