কুমিল্লা রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / ১৪৩ Time View

সোহাইবুল ইসলাম সোহাগ:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) বেলা ২ ঘটিকার দিকে বিজয়পুর রেলক্রসিং থেকে ২০০ গজ দূরে রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। মৃত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫বছর। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম রেলপথ দিয়ে আসা একটি ট্রেন থেকে লোকটি পড়ে যায় এবং মৃত্যুর ঘটনা ঘটে।বিজয়পুর এলাকার চলাচলরত কয়েকজন ব্যক্তি প্রথমে লাশটি রক্তাক্ত ভেজা কাপড়ে ও থেঁতলানো শরীর দেখেন। জানাজানি হলে আশপাশের বিভিন্ন এলাকাসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।

এসআই খালেদ মোশাররফ বলেন,ওই যুবক অসতর্ক থাকায় পা পিলিয়ে পড়ে ট্রেন থেকে নিচে পড়ে যায়, তা এখনো নিশ্চিত নয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আমরা তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

কুমিল্লা রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Update Time : ১২:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) বেলা ২ ঘটিকার দিকে বিজয়পুর রেলক্রসিং থেকে ২০০ গজ দূরে রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। মৃত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫বছর। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম রেলপথ দিয়ে আসা একটি ট্রেন থেকে লোকটি পড়ে যায় এবং মৃত্যুর ঘটনা ঘটে।বিজয়পুর এলাকার চলাচলরত কয়েকজন ব্যক্তি প্রথমে লাশটি রক্তাক্ত ভেজা কাপড়ে ও থেঁতলানো শরীর দেখেন। জানাজানি হলে আশপাশের বিভিন্ন এলাকাসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হন। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।

এসআই খালেদ মোশাররফ বলেন,ওই যুবক অসতর্ক থাকায় পা পিলিয়ে পড়ে ট্রেন থেকে নিচে পড়ে যায়, তা এখনো নিশ্চিত নয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আমরা তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করছি।