কুমিল্লায় জামায়াত-বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত দুই পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ১৪৬ Time View

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা:

কুমিল্লায় পুলিশের সঙ্গে জামায়াত ও বিএনপি সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ। আহতদের নাম গণমাধ্যমকে রাতে জানবেন বলেন তিনি।

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ঝাগুরঝুলি এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় অবস্থান নেয় বিএনপি-জামায়াতের কর্মীরা। বিএনপির একটি মিছিল মহাসড়ক হয়ে সামনের দিকে গেলে পুলিশ ধাওয়া দেয়। ওই সময় বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াত কর্মীরা যুক্ত হয়ে পুলিশকে পাল্টা ধাওয়া দেয়।

পুলিশ জানায়, তারা অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়লে বিএনপি-জামায়াত কর্মীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সংঘর্ষের ঘটনায় মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ বিষয়ে বক্তব্য নেয়ার চেষ্টা করলে বিএনপি-জামায়াতের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, আমাদের দুইজন পুলিশ আহত হয়েছে। এখন তারা চিকিৎসাধীন আছে। তাদের নাম রাতের দিকে গণমাধ্যমে জানানো হবে।

কুমিল্লার এসপি আবদুল মান্নান বলেন, ‘সকালে জামায়াত ও বিএনপি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ঝাগুরঝুলি এলাকায় একটি মিছিল বের করে। ওই সময় অবরোধকারীরা যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, আজ ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবিসহ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। মহাসড়কে যানবাহনের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

কুমিল্লায় জামায়াত-বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত দুই পুলিশ

Update Time : ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা:

কুমিল্লায় পুলিশের সঙ্গে জামায়াত ও বিএনপি সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ। আহতদের নাম গণমাধ্যমকে রাতে জানবেন বলেন তিনি।

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ঝাগুরঝুলি এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় জামায়াতের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় অবস্থান নেয় বিএনপি-জামায়াতের কর্মীরা। বিএনপির একটি মিছিল মহাসড়ক হয়ে সামনের দিকে গেলে পুলিশ ধাওয়া দেয়। ওই সময় বিএনপি কর্মীদের সঙ্গে জামায়াত কর্মীরা যুক্ত হয়ে পুলিশকে পাল্টা ধাওয়া দেয়।

পুলিশ জানায়, তারা অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়লে বিএনপি-জামায়াত কর্মীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সংঘর্ষের ঘটনায় মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ বিষয়ে বক্তব্য নেয়ার চেষ্টা করলে বিএনপি-জামায়াতের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, আমাদের দুইজন পুলিশ আহত হয়েছে। এখন তারা চিকিৎসাধীন আছে। তাদের নাম রাতের দিকে গণমাধ্যমে জানানো হবে।

কুমিল্লার এসপি আবদুল মান্নান বলেন, ‘সকালে জামায়াত ও বিএনপি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ঝাগুরঝুলি এলাকায় একটি মিছিল বের করে। ওই সময় অবরোধকারীরা যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, আজ ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবিসহ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। মহাসড়কে যানবাহনের চলাচল এখন অনেকটাই স্বাভাবিক আছে।