কুমিল্লায় উপজেলা পরিষদ নির্বাচনে বরুড়া থানার ওসি রিয়াজের পক্ষপাতিত্ব করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / ৩৯ Time View

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজউদ্দিন চৌধুরীর বিরুদ্বে পক্ষপাতিত্ব, অনিয়ম ও মামলার তথ্য গোপনের মাধ্যমে বরুড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহযোগীতার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৪ শে এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরাবর লিখিত অভিযোগ করেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন।

জানা যায়, আগামী ২১মে অনুষ্ঠিতব্য বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাহাদুরুজ্জামান নামে এক প্রার্থী মনোনন পত্র দাখিল করেন। হলফনামায় তার বিরুদ্বে দায়েরকৃত মামলা নং জি আর ১০/০৩ (বরুড়া) ধারা ১৪৭/১৪৮/৩২৩/৩২৬/৩৭৯ দঃবিঃ তথ্যটি বরুড়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী গোপন করেন। যাছাই বাছাইয়ের সময় তিনি উপস্থিত থেকে গোপন আঁতাতের মাধ্যমে ঐ প্রার্থীর নামে মামলার তথ্য গোপন করে উপজেলা চেয়ারম্যান পদে ওই প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহায়তা করেন। এছাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন। ওই প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বরুড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদেরকে চাপ দিচ্ছেন বলেও জানা যায়। কেউ কাজ না করলে মামলা ও গ্রেফতারের হুমকি দিচ্ছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর পক্ষে ভূমিকা নেয়ায় জনমনে ভীতির সঞ্চার হচ্ছে এবং বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন।

এ বিষয়ে জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন বলেন, সোহেল সামাদসহ কয়েকজনের মামলা দেখিয়ে নমিনেশন বাতিল করা হলো অথচ বাহাদুরের মামলাটি ইচ্ছে করে গোপন ওসি রিয়াজ সাহেব গোপন করেছে। তাহলে এখানে বুঝা যায় তিনি পক্ষপাতিত্ব করছে কি করে নাই।

অভিযোগের বিষয়ে কুমিল্লার বরুড়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আমি কেনো পক্ষপাতিত্ব করতে যাব। আদালতে মামলার বিষয়ে আদালত জানবে। এখন যার কথা বলছে তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার করে তাহলে বিষয়টি কি দাড়ালো! অভিযোগ যে কেউ দিতে পারে। আমি কারো পক্ষপাতিত্ব করিনি ও করবোনা।

Please Share This Post in Your Social Media

কুমিল্লায় উপজেলা পরিষদ নির্বাচনে বরুড়া থানার ওসি রিয়াজের পক্ষপাতিত্ব করার অভিযোগ

Update Time : ১২:৩৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজউদ্দিন চৌধুরীর বিরুদ্বে পক্ষপাতিত্ব, অনিয়ম ও মামলার তথ্য গোপনের মাধ্যমে বরুড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহযোগীতার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৪ শে এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরাবর লিখিত অভিযোগ করেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন।

জানা যায়, আগামী ২১মে অনুষ্ঠিতব্য বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাহাদুরুজ্জামান নামে এক প্রার্থী মনোনন পত্র দাখিল করেন। হলফনামায় তার বিরুদ্বে দায়েরকৃত মামলা নং জি আর ১০/০৩ (বরুড়া) ধারা ১৪৭/১৪৮/৩২৩/৩২৬/৩৭৯ দঃবিঃ তথ্যটি বরুড়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী গোপন করেন। যাছাই বাছাইয়ের সময় তিনি উপস্থিত থেকে গোপন আঁতাতের মাধ্যমে ঐ প্রার্থীর নামে মামলার তথ্য গোপন করে উপজেলা চেয়ারম্যান পদে ওই প্রার্থীর মনোনয়ন বৈধ করতে সহায়তা করেন। এছাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন। ওই প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বরুড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদেরকে চাপ দিচ্ছেন বলেও জানা যায়। কেউ কাজ না করলে মামলা ও গ্রেফতারের হুমকি দিচ্ছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর পক্ষে ভূমিকা নেয়ায় জনমনে ভীতির সঞ্চার হচ্ছে এবং বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন।

এ বিষয়ে জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন বলেন, সোহেল সামাদসহ কয়েকজনের মামলা দেখিয়ে নমিনেশন বাতিল করা হলো অথচ বাহাদুরের মামলাটি ইচ্ছে করে গোপন ওসি রিয়াজ সাহেব গোপন করেছে। তাহলে এখানে বুঝা যায় তিনি পক্ষপাতিত্ব করছে কি করে নাই।

অভিযোগের বিষয়ে কুমিল্লার বরুড়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আমি কেনো পক্ষপাতিত্ব করতে যাব। আদালতে মামলার বিষয়ে আদালত জানবে। এখন যার কথা বলছে তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার করে তাহলে বিষয়টি কি দাড়ালো! অভিযোগ যে কেউ দিতে পারে। আমি কারো পক্ষপাতিত্ব করিনি ও করবোনা।