কারা পরিদর্শকের গাড়ি চাপায় আওয়ামী লীগের সভাপতি নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • / ১৭২ Time View

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার আঁকা নিহত হয়েছে। তিনি পৌর শহরের হাটচন্দ্রা গ্রামের সৈয়দ গোলাম মোস্তফা ছানার ছেলে এবং জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল রোডে পৌরসভার ময়লার ডাম্পিং ষ্টেশনের সামনে সোমবার বিকালে মারাত্বক আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এলাকাবাসী জানায়, নিহত ব্যক্তি মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পিছন থেকে দ্রুতগামী গাড়ি এসে তাকে চাপা দেয়। কারা মহাপরিদর্শকের বহরের একটি গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দায়ী গাড়িটি কোর্ট পুলিশের, কারা মহাপরিদর্শকের বহরের নাকি পাবলিকের তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

কারা পরিদর্শকের গাড়ি চাপায় আওয়ামী লীগের সভাপতি নিহত

Update Time : ১২:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার আঁকা নিহত হয়েছে। তিনি পৌর শহরের হাটচন্দ্রা গ্রামের সৈয়দ গোলাম মোস্তফা ছানার ছেলে এবং জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল রোডে পৌরসভার ময়লার ডাম্পিং ষ্টেশনের সামনে সোমবার বিকালে মারাত্বক আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এলাকাবাসী জানায়, নিহত ব্যক্তি মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পিছন থেকে দ্রুতগামী গাড়ি এসে তাকে চাপা দেয়। কারা মহাপরিদর্শকের বহরের একটি গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দায়ী গাড়িটি কোর্ট পুলিশের, কারা মহাপরিদর্শকের বহরের নাকি পাবলিকের তা খতিয়ে দেখা হচ্ছে।