কামার পল্লীতে নেই ঈদের আমেজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • / ১২১ Time View
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ঈদের আমেজ নেই কামারদের মধ্যে। করোনা কারণে জমে উঠছে না কোরবানির ঈদের হাট। । করোনায় এলাকায় সব প্রকার ব্যবসা স্থবির হয়ে পড়েছে। ফলে মানুষের মাঝে কোরবানি দেয়ার উৎসাহ হারিয়ে ফেলেছে।
.
আর এতে প্রভাব পড়ছে স্থানীয় কামারদের মাঝে। ছাগলনাইয়া উপজেলায় কোরবানির ঈদকে ঘিরে কামার পল্লীতে দা, ছুরি, চাপাতি, নারিকেল কোরানিসহ অন্যান্য দেশীয় লোহার জিনিসপত্র তৈরি করছে ঢিলেঢালা ভাবে।
.
ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির চাহিদা কম থাকায় বিপাকে পরেছে কামাররা। বছরের অন্য সময়ের চেয়ে কোরবানী ঈদে তাদের আয় রোজগার বেশি হওয়ার কথা থাকলেও তা নেই এবার।
.
শনিবার (২৫ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রামের হাট বাজার মিলে প্রায় ৫০ টির মতো কামার দোকান আছে।
.
এ সময় সুশিল কর্মকারসহ অনেকেই জানান, করোনার কারণে এবার গত ঈদের চেয়ে কাজ কম। তবে বাজারে আমদানিকৃত হাতিয়ার আসায় আমাদের তৈরি জিনিসের চাহিদা বহুগুণে কমে গেছে। ফলে পূর্বপুরুষদের এই পেশা ধরে রাখা দুষ্কর হবে বলে ও জানান তারা।
Tag :

Please Share This Post in Your Social Media

কামার পল্লীতে নেই ঈদের আমেজ

Update Time : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ঈদের আমেজ নেই কামারদের মধ্যে। করোনা কারণে জমে উঠছে না কোরবানির ঈদের হাট। । করোনায় এলাকায় সব প্রকার ব্যবসা স্থবির হয়ে পড়েছে। ফলে মানুষের মাঝে কোরবানি দেয়ার উৎসাহ হারিয়ে ফেলেছে।
.
আর এতে প্রভাব পড়ছে স্থানীয় কামারদের মাঝে। ছাগলনাইয়া উপজেলায় কোরবানির ঈদকে ঘিরে কামার পল্লীতে দা, ছুরি, চাপাতি, নারিকেল কোরানিসহ অন্যান্য দেশীয় লোহার জিনিসপত্র তৈরি করছে ঢিলেঢালা ভাবে।
.
ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির চাহিদা কম থাকায় বিপাকে পরেছে কামাররা। বছরের অন্য সময়ের চেয়ে কোরবানী ঈদে তাদের আয় রোজগার বেশি হওয়ার কথা থাকলেও তা নেই এবার।
.
শনিবার (২৫ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রামের হাট বাজার মিলে প্রায় ৫০ টির মতো কামার দোকান আছে।
.
এ সময় সুশিল কর্মকারসহ অনেকেই জানান, করোনার কারণে এবার গত ঈদের চেয়ে কাজ কম। তবে বাজারে আমদানিকৃত হাতিয়ার আসায় আমাদের তৈরি জিনিসের চাহিদা বহুগুণে কমে গেছে। ফলে পূর্বপুরুষদের এই পেশা ধরে রাখা দুষ্কর হবে বলে ও জানান তারা।