কনসার্টে গাছ ভেঙে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১৭৭ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

কনসার্টে মরা গাছ ভেঙে পড়ে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৮ জন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি বাজারের গোহাটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন- উপজেলার মল্লিকবাড়ি বাজারের পালপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে শহিদ মিয়া (৩৫) এবং গোবদিয়া গ্রামের সুর্যত আলীর ছেলে নাছির উদ্দিন (৩৪)। তারা দুই জনই পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, মল্লিকবাড়ি বাজারের গোহাটে মল্লিকবাড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে এদিন রাতে বার্ষিক কনসার্ট ও লটারি ড্রয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুর দিকে মঞ্চের পাশে থাকা একটি পুরনো মরা আম গাছ হঠাৎ দর্শকদের ওপর ভেঙে পড়ে।

এ ঘটনায় গাছের নিচে চাপা পড়ে ১০ জন আহত হন। এর মধ্যে নাছির ও শহিদকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শহিদকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল নেওয়ার পথে মারা যান।

এ ছাড়া ওই ঘটনায় আহত বাকি ৮ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনার পর পরই কনসার্ট ও লটারির ড্র অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে আয়োজক কমিটি।

Tag :

Please Share This Post in Your Social Media

কনসার্টে গাছ ভেঙে পড়ে নিহত ২

Update Time : ০১:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

কনসার্টে মরা গাছ ভেঙে পড়ে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৮ জন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি বাজারের গোহাটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন- উপজেলার মল্লিকবাড়ি বাজারের পালপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে শহিদ মিয়া (৩৫) এবং গোবদিয়া গ্রামের সুর্যত আলীর ছেলে নাছির উদ্দিন (৩৪)। তারা দুই জনই পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, মল্লিকবাড়ি বাজারের গোহাটে মল্লিকবাড়ি বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে এদিন রাতে বার্ষিক কনসার্ট ও লটারি ড্রয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুর দিকে মঞ্চের পাশে থাকা একটি পুরনো মরা আম গাছ হঠাৎ দর্শকদের ওপর ভেঙে পড়ে।

এ ঘটনায় গাছের নিচে চাপা পড়ে ১০ জন আহত হন। এর মধ্যে নাছির ও শহিদকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শহিদকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল নেওয়ার পথে মারা যান।

এ ছাড়া ওই ঘটনায় আহত বাকি ৮ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনার পর পরই কনসার্ট ও লটারির ড্র অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে আয়োজক কমিটি।