এবার জবাব হবে মাত্র ‘কয়েক সেকেন্ডে’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরাইল যদি আবার তার দেশের বিরুদ্ধে কোনো ‘ভুল’ করে তাহলে মাত্র ‘কয়েক সেকেন্ডে’ জবাব পাবে তেল আবিব।

গতরাতে ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক টক-শো’তে অংশ নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যদি আরেকটি ভুল করে তাহলে এবার আরো কঠোর, দ্রুততর ও আরো তাৎক্ষণিক জবাব পাবে। এবার ইহুদিবাদীদের জেনে রাখতে হবে যে, এবার আর জবাব দেয়ার জন্য ১২ দিন অপেক্ষা করা হবে না। এবার তারা যে জবাব পাবে তা দিন কিংবা ঘণ্টা মেপে হবে না বরং মাত্র কয়েক সেকেন্ডে পাল্টা আঘাত হানা হবে।

গত ১ এপ্রিল ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে যে হামলা চালায় ১৩ ফেব্রুয়ারি রাতে তার জবাব দেয় তেহরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইরান বলেছে, এই হামলায় এদেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে। ওই রাতে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সসহ অন্তত ১০টি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা আকাশেই প্রতিহত করার কাজে ইসরাইলকে সহযোগিতা করে। কিন্তু এতসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা সত্ত্বেও ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নেভাতিম ও উত্তরাঞ্চলীয় নেগেভ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে নেভাতিম ঘাঁটিতে থাকা ইসরায়েলের একটি সি-১৩০ রসদবাহী বিমান ধ্বংস এবং এটির রানওয়ে ও একটি স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে। নেগেভ ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য দখলদার ইসরাইল প্রকাশ করেনি।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলার কাজে ওই দু’টি ঘাঁটি ব্যবহৃত হয়েছিল বলে কেবল সেখানেই হামলা চালানো হয়েছে; কোনো বেসামরিক স্থাপনা বা অর্থনৈতিক অঞ্চলকে টার্গেট করা হয়নি। তবে তেল আবিব যদি আবার কোনো সামরিক হঠকারিতা দেখায় তাহলে পরবর্তী হামলা হবে আরো কঠোর এবং তখন লক্ষ্যবস্তু হবে বিস্তৃত। পার্সটুডে

Tag :

Please Share This Post in Your Social Media

এবার জবাব হবে মাত্র ‘কয়েক সেকেন্ডে’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ১২:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরাইল যদি আবার তার দেশের বিরুদ্ধে কোনো ‘ভুল’ করে তাহলে মাত্র ‘কয়েক সেকেন্ডে’ জবাব পাবে তেল আবিব।

গতরাতে ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক টক-শো’তে অংশ নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যদি আরেকটি ভুল করে তাহলে এবার আরো কঠোর, দ্রুততর ও আরো তাৎক্ষণিক জবাব পাবে। এবার ইহুদিবাদীদের জেনে রাখতে হবে যে, এবার আর জবাব দেয়ার জন্য ১২ দিন অপেক্ষা করা হবে না। এবার তারা যে জবাব পাবে তা দিন কিংবা ঘণ্টা মেপে হবে না বরং মাত্র কয়েক সেকেন্ডে পাল্টা আঘাত হানা হবে।

গত ১ এপ্রিল ইসরাইলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে যে হামলা চালায় ১৩ ফেব্রুয়ারি রাতে তার জবাব দেয় তেহরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইরান বলেছে, এই হামলায় এদেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে। ওই রাতে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সসহ অন্তত ১০টি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা আকাশেই প্রতিহত করার কাজে ইসরাইলকে সহযোগিতা করে। কিন্তু এতসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা সত্ত্বেও ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নেভাতিম ও উত্তরাঞ্চলীয় নেগেভ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে নেভাতিম ঘাঁটিতে থাকা ইসরায়েলের একটি সি-১৩০ রসদবাহী বিমান ধ্বংস এবং এটির রানওয়ে ও একটি স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে। নেগেভ ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য দখলদার ইসরাইল প্রকাশ করেনি।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলার কাজে ওই দু’টি ঘাঁটি ব্যবহৃত হয়েছিল বলে কেবল সেখানেই হামলা চালানো হয়েছে; কোনো বেসামরিক স্থাপনা বা অর্থনৈতিক অঞ্চলকে টার্গেট করা হয়নি। তবে তেল আবিব যদি আবার কোনো সামরিক হঠকারিতা দেখায় তাহলে পরবর্তী হামলা হবে আরো কঠোর এবং তখন লক্ষ্যবস্তু হবে বিস্তৃত। পার্সটুডে