এবার অস্ত্র মামলায় অভিযুক্ত হান্টার বাইডেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক

এবার মামলায় অভিযুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় তিনটি অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে হান্টার বিশেষ ব্যক্তি হিসেবে সামনে আসতে পারেন। এ সময়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। অস্ত্র মামলায় তার বিরুদ্ধে তিনটি অভিযোগ করা হয়েছে।

আইনজীবীরা বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এ অভিযোগ করা হয়েছে। অভিযোগে ২০১৮ সালে অস্ত্র নেওয়ার জন্য মিথ্যা তথ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র হান্টারের আইনজীবীদের জেরার মুখে জানান, এ ঘটনায় একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে।

আইনজীবীরা জানান, এ ঘটনার ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা আগামী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে নির্বাচনের আগে ছেলের বিরুদ্ধে এমন মামলা বাইডেনের নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার হাউস অব রিপ্রেজেন্টিটিভে বাইডেনের বিরুদ্ধে অভিশংসনের দাবি উঠেছে। এর একদিন পরই তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

হান্টারের আইনজীবী অ্যাবে লোয়েল বলেন, আমরা বিশ্বাস করি এ মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হবে। মামলায় আমরা আদালতে সকল প্রমাণ দিয়েছি। তিনি কোনো প্রকার আইন অমান্য করেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

এবার অস্ত্র মামলায় অভিযুক্ত হান্টার বাইডেন

Update Time : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

এবার মামলায় অভিযুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় তিনটি অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে হান্টার বিশেষ ব্যক্তি হিসেবে সামনে আসতে পারেন। এ সময়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। অস্ত্র মামলায় তার বিরুদ্ধে তিনটি অভিযোগ করা হয়েছে।

আইনজীবীরা বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এ অভিযোগ করা হয়েছে। অভিযোগে ২০১৮ সালে অস্ত্র নেওয়ার জন্য মিথ্যা তথ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র হান্টারের আইনজীবীদের জেরার মুখে জানান, এ ঘটনায় একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে।

আইনজীবীরা জানান, এ ঘটনার ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা আগামী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে নির্বাচনের আগে ছেলের বিরুদ্ধে এমন মামলা বাইডেনের নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার হাউস অব রিপ্রেজেন্টিটিভে বাইডেনের বিরুদ্ধে অভিশংসনের দাবি উঠেছে। এর একদিন পরই তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

হান্টারের আইনজীবী অ্যাবে লোয়েল বলেন, আমরা বিশ্বাস করি এ মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হবে। মামলায় আমরা আদালতে সকল প্রমাণ দিয়েছি। তিনি কোনো প্রকার আইন অমান্য করেননি।