ঈদ বিনোদনের স্রোত মিলেছে পদ্মা সেতু এলাকায়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ১৯৫ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঈদে বিনোদন প্রেমীদের বিনোদন স্পটে পরিণত হয়েছে মুন্সীগঞ্জ লৌহজং মাওয়া পুরাতন ঘাট। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের পরের দিন থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত পুরাতন ফেরিঘাট এবং মাওয়া মোড়, দেড় কিলোমিটার পর্যন্ত দর্শনার্থীদের ঢল নামে।

ঈদের দিন নানা ব্যস্ততার কারণে যারা ঘুরতে বের হতে পারেননি, তারাও আজ বেরিয়েছেন ঈদ ছুটির শেষ সময়ে আনন্দ উপভোগ করতে।

ঈদের দিন ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত হয়ে উঠে। এখানে আছেঝ পদ্মা সেতু, পদ্মা নদী ও মাওয়া ঘাট।

দৃশ্যমান পদ্মা সেতু দেখতে ঘুরতে আসা বিনোদন প্রেমী ফারহাদ হোসেন বলেন, ঈদের ছুটিকে নিজেদের মতো করে কাটাতে ঘুরতে বের হয়েছি। দৃশ্যমান এ সেতুটিতে স-পরিবারে ঘুরে অনেক মজা করলাম। অপর দিকে পদ্মা সেতুর উপরে প্রবাহিত ঠান্ডা বাতাস অনেক ভালো লেগেছে।

তিনি আরো বলেন, কর্মজীবনে অন্য সময় ব্যস্ত থাকায় এবার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে অনেক ভালো লাগছ।

এছাড়াও রবিন ও নাজমা বেগম নামে ঘুরতে আসা অপর দুই পর্যটক বলেন, দেশে দিনে দিনে বিনোদন স্পট কমতে শুরু করেছে। বর্তমানে বেসরকারি যেসব বিনোদন স্পট আছে সেগুলোতে অনেক টাকা লাগে। কম খরচে সন্তানদের নিয়ে ঘুরতে যাওয়ার তেমন স্পট নেই। তবে পদ্মা সেতু দেখে অনেক ভালো লাগছে।

Please Share This Post in Your Social Media

ঈদ বিনোদনের স্রোত মিলেছে পদ্মা সেতু এলাকায়

Update Time : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঈদে বিনোদন প্রেমীদের বিনোদন স্পটে পরিণত হয়েছে মুন্সীগঞ্জ লৌহজং মাওয়া পুরাতন ঘাট। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের পরের দিন থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত পুরাতন ফেরিঘাট এবং মাওয়া মোড়, দেড় কিলোমিটার পর্যন্ত দর্শনার্থীদের ঢল নামে।

ঈদের দিন নানা ব্যস্ততার কারণে যারা ঘুরতে বের হতে পারেননি, তারাও আজ বেরিয়েছেন ঈদ ছুটির শেষ সময়ে আনন্দ উপভোগ করতে।

ঈদের দিন ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত হয়ে উঠে। এখানে আছেঝ পদ্মা সেতু, পদ্মা নদী ও মাওয়া ঘাট।

দৃশ্যমান পদ্মা সেতু দেখতে ঘুরতে আসা বিনোদন প্রেমী ফারহাদ হোসেন বলেন, ঈদের ছুটিকে নিজেদের মতো করে কাটাতে ঘুরতে বের হয়েছি। দৃশ্যমান এ সেতুটিতে স-পরিবারে ঘুরে অনেক মজা করলাম। অপর দিকে পদ্মা সেতুর উপরে প্রবাহিত ঠান্ডা বাতাস অনেক ভালো লেগেছে।

তিনি আরো বলেন, কর্মজীবনে অন্য সময় ব্যস্ত থাকায় এবার পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে অনেক ভালো লাগছ।

এছাড়াও রবিন ও নাজমা বেগম নামে ঘুরতে আসা অপর দুই পর্যটক বলেন, দেশে দিনে দিনে বিনোদন স্পট কমতে শুরু করেছে। বর্তমানে বেসরকারি যেসব বিনোদন স্পট আছে সেগুলোতে অনেক টাকা লাগে। কম খরচে সন্তানদের নিয়ে ঘুরতে যাওয়ার তেমন স্পট নেই। তবে পদ্মা সেতু দেখে অনেক ভালো লাগছে।