ইন্সটাগ্রামে সহজেই ফিরে পাওয়া যাবে ডিলিটেড পোস্ট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • / ১৫৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এর সঙ্গে সমান ভাবে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইন্সটাগ্রাম-এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিগত কয়েক বছর ধরেই প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এই সোশ্যাল প্ল্যাটফর্মে একের পর এক নতুন ফিচার যুক্ত হয়েছে। Reel, IGTV-র মতো ফিচারগুলো তরুণ প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় কোম্পানিটি। আরও নতুন ফিচার এনে গ্রাহকদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্সটাগ্রাম।

এবার ইন্সটাগ্রাম থেকে যে কোন স্টোরি ডিলিট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রিকভার করা যাবে। এছাড়াও যে কোন পোস্ট ডিলিট হওয়া অথবা আর্কাইভ করার ৩০ দিনের মধ্যে তা রিকভার করার সুযোগ পাবেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা। সম্প্রতি মেটা-র পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

এই জন্য অ্যাপের মধ্যে “Recently Deleted” বিভাগ নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি। বিগত ৩০ দিনে ডিলিট হওয়া সব পোষ্ট এই ফোল্ডারের ভিতরে পাওয়া যাবে। ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে কোন পোস্ট ডিলিট করার ৩০ দিনের মধ্যে তা রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করা যাবে।

কীভাবে ডিলিট হওয়া কনটেন্ট ফিরে পাবেন? দেখে নিন ধাপগুলো..

> শুরুতেই ইন্সটাগ্রাম ওপেন করে প্রোফাইল ওপেন করুন।

> তারপর স্ক্রিনের ডান দিকে উপরে মেনু অপশন সিলেক্ট করুন।

> এবার সিলেক্ট করুন Settings।

> এর পরে Settings মেনু থেকে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করুন।

> এখানে Recently Deleted অপশন বেছে নিন। এখানে সম্প্রতি ডিলিট হওয়া সব কনটেন্ট দেখতে পাবেন।

> যে পোস্ট রিকভার করতে চান সেটার উপরে ট্যাপ করুন।

> এরপর ডান দিকে উপরে থ্রি-ডট মেনু সিলেক্ট করুন।

> এখানে পোস্ট রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করার অপশন পাবেন।

> ডিলিট হওয়া পোস্ট রিস্টোর করতে OTP-র মাধ্যমে আপনার পরিচয় যাচাই করতে হবে। এই জন্য আপনার মোবাইল নম্বর ও ইমেলে OTP পাঠাবে ইন্সটাগ্রাম।

> OTP দিয়ে সেই পোস্ট রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করে দিন।

সূত্র: এই সময়

Tag :

Please Share This Post in Your Social Media

ইন্সটাগ্রামে সহজেই ফিরে পাওয়া যাবে ডিলিটেড পোস্ট

Update Time : ০৬:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এর সঙ্গে সমান ভাবে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইন্সটাগ্রাম-এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিগত কয়েক বছর ধরেই প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এই সোশ্যাল প্ল্যাটফর্মে একের পর এক নতুন ফিচার যুক্ত হয়েছে। Reel, IGTV-র মতো ফিচারগুলো তরুণ প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় কোম্পানিটি। আরও নতুন ফিচার এনে গ্রাহকদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্সটাগ্রাম।

এবার ইন্সটাগ্রাম থেকে যে কোন স্টোরি ডিলিট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রিকভার করা যাবে। এছাড়াও যে কোন পোস্ট ডিলিট হওয়া অথবা আর্কাইভ করার ৩০ দিনের মধ্যে তা রিকভার করার সুযোগ পাবেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা। সম্প্রতি মেটা-র পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

এই জন্য অ্যাপের মধ্যে “Recently Deleted” বিভাগ নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি। বিগত ৩০ দিনে ডিলিট হওয়া সব পোষ্ট এই ফোল্ডারের ভিতরে পাওয়া যাবে। ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে কোন পোস্ট ডিলিট করার ৩০ দিনের মধ্যে তা রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করা যাবে।

কীভাবে ডিলিট হওয়া কনটেন্ট ফিরে পাবেন? দেখে নিন ধাপগুলো..

> শুরুতেই ইন্সটাগ্রাম ওপেন করে প্রোফাইল ওপেন করুন।

> তারপর স্ক্রিনের ডান দিকে উপরে মেনু অপশন সিলেক্ট করুন।

> এবার সিলেক্ট করুন Settings।

> এর পরে Settings মেনু থেকে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করুন।

> এখানে Recently Deleted অপশন বেছে নিন। এখানে সম্প্রতি ডিলিট হওয়া সব কনটেন্ট দেখতে পাবেন।

> যে পোস্ট রিকভার করতে চান সেটার উপরে ট্যাপ করুন।

> এরপর ডান দিকে উপরে থ্রি-ডট মেনু সিলেক্ট করুন।

> এখানে পোস্ট রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করার অপশন পাবেন।

> ডিলিট হওয়া পোস্ট রিস্টোর করতে OTP-র মাধ্যমে আপনার পরিচয় যাচাই করতে হবে। এই জন্য আপনার মোবাইল নম্বর ও ইমেলে OTP পাঠাবে ইন্সটাগ্রাম।

> OTP দিয়ে সেই পোস্ট রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করে দিন।

সূত্র: এই সময়