ইউক্রেন হত্যার দাবি করার পর রুশ কমান্ডারের ভিডিও প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্তোর সোকোলভ একটি বৈঠকে অংশগ্রহণ করছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে। এর একদিন আগে ইউক্রেন দাবি করেছিল, তারা ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোকোলভকে হত্যা করেছে।

সোমবার কিয়েভ তাকে হত্যা করার দাবি করার পর মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জেনারেল সোকোলভ রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সভাপতিত্বে সিনিয়র রুশ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকে সোকোলভকে কয়েকবার দেখা গেছে যদিও তিনি কোনো বক্তব্য দেননি।

ইউক্রেন দাবি করেছিল, ক্রিমিয়া প্রজাতন্ত্রে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে তারা গত সপ্তাহে একটি বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোকোলভসহ অন্তত ৩৪ রুশ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। জেনারেল সোকোলভের বৈঠকে অংশগ্রহণের ভিডিও প্রকাশিত হওয়ার পর কিয়েভ বলেছে, তারা ভিডিওটি পরীক্ষা করে দেখছে।

ইউক্রেনের বিশেষ বাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে লিখেছে, সোকোলভকে জীবিত প্রমাণ করার জন্য রাশিয়ার পক্ষ থেকে এমন কোনো ভিডিও প্রকাশ করা জরুরি হয়ে পড়েছিল। তবে আমাদের ইউনিটগুলো ওই ভিডিওর সত্যতা যাচাই করে দেখছে। পার্সটুডে

Tag :

Please Share This Post in Your Social Media

ইউক্রেন হত্যার দাবি করার পর রুশ কমান্ডারের ভিডিও প্রকাশ

Update Time : ১০:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্তোর সোকোলভ একটি বৈঠকে অংশগ্রহণ করছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে। এর একদিন আগে ইউক্রেন দাবি করেছিল, তারা ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোকোলভকে হত্যা করেছে।

সোমবার কিয়েভ তাকে হত্যা করার দাবি করার পর মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জেনারেল সোকোলভ রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সভাপতিত্বে সিনিয়র রুশ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকে সোকোলভকে কয়েকবার দেখা গেছে যদিও তিনি কোনো বক্তব্য দেননি।

ইউক্রেন দাবি করেছিল, ক্রিমিয়া প্রজাতন্ত্রে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে তারা গত সপ্তাহে একটি বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোকোলভসহ অন্তত ৩৪ রুশ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। জেনারেল সোকোলভের বৈঠকে অংশগ্রহণের ভিডিও প্রকাশিত হওয়ার পর কিয়েভ বলেছে, তারা ভিডিওটি পরীক্ষা করে দেখছে।

ইউক্রেনের বিশেষ বাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে লিখেছে, সোকোলভকে জীবিত প্রমাণ করার জন্য রাশিয়ার পক্ষ থেকে এমন কোনো ভিডিও প্রকাশ করা জরুরি হয়ে পড়েছিল। তবে আমাদের ইউনিটগুলো ওই ভিডিওর সত্যতা যাচাই করে দেখছে। পার্সটুডে