মালদ্বীপ থেকে সব সেনা সরাল ভারত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক

বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। শুক্রবার (১০ মে) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দ্বীপরাষ্ট্রে মোতায়েন থাকা ৮৯ ভারতীয় সেনাকর্মীই দেশে ফিরে গেছেন। উল্লেখ্য, নির্বাচনে জেতার পরই দেশ থেকে ভারতীয় সেনাকে সরিয়ে দেয়ার ব্যাপারে একাধিকবার ঘোষণা দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।

তবে প্রেসিডেন্ট মুইজ্জুর প্রথম সিদ্ধান্তই ছিল, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে হবে। তার পরেই গত ২ ফেব্রুয়ারি এই নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে ৮৯ জন ভারতীয় জওয়ান ও তাদের সহযোগীদের সরাতে হবে ১০ মে-র মধ্যে।

এদিকে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সৈন্যদের দেশত্যাগের কারণে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না।

ভারতের দেয়া তিনটি পরিদর্শন বিমানের রক্ষণাবেক্ষণের জন্য এসব সৈন্য মালদ্বীপে অবস্থান করছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়সয়াল গতকাল বৃহস্পতিবার জানান, এসব সৈন্যের স্থলাভিষিক্ত হবে কারিগরি জ্ঞানসম্পন্ন বেসামরিক ব্যক্তিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

মালদ্বীপ থেকে সব সেনা সরাল ভারত

Update Time : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। শুক্রবার (১০ মে) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, দ্বীপরাষ্ট্রে মোতায়েন থাকা ৮৯ ভারতীয় সেনাকর্মীই দেশে ফিরে গেছেন। উল্লেখ্য, নির্বাচনে জেতার পরই দেশ থেকে ভারতীয় সেনাকে সরিয়ে দেয়ার ব্যাপারে একাধিকবার ঘোষণা দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।

তবে প্রেসিডেন্ট মুইজ্জুর প্রথম সিদ্ধান্তই ছিল, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে হবে। তার পরেই গত ২ ফেব্রুয়ারি এই নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয়, মালদ্বীপ থেকে ৮৯ জন ভারতীয় জওয়ান ও তাদের সহযোগীদের সরাতে হবে ১০ মে-র মধ্যে।

এদিকে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সৈন্যদের দেশত্যাগের কারণে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না।

ভারতের দেয়া তিনটি পরিদর্শন বিমানের রক্ষণাবেক্ষণের জন্য এসব সৈন্য মালদ্বীপে অবস্থান করছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়সয়াল গতকাল বৃহস্পতিবার জানান, এসব সৈন্যের স্থলাভিষিক্ত হবে কারিগরি জ্ঞানসম্পন্ন বেসামরিক ব্যক্তিরা।