আর্জেন্টিনাকে বিদায় বলতে যাচ্ছেন ডি মারিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক

সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের নায়ক কে? সবাই হয়তো বলবে লিওনেল মেসি বা এমিলিয়ানো মার্তিনেজের কথা। তবে একই প্রশ্ন যদি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে করেন তাহলে মেসি, মার্তিনেজের সঙ্গে আরেকজনের নাম আসবে নামটি হলো আর্জেন্টিনা দলের অলিখিত প্রাণভোমড়া ডি মারিয়া। আর্জেন্টিনা জার্সিতে তার অবদান মেসির চেয়ে কোনো অংশে কম নয়। তবে বেশিদিন আর আলবেসিলেস্তরাদের জার্সিতে দেখা যাবে না ডি মারিয়াকে।

কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ডি মারিয়া। তবে কাতার বিশ্বকাপ জয় আর্জেন্টাইনদের অনেক কিছুই বদলে দিয়েছে। তেমনি বদলে দিয়েছিল আনহেল ডি মারিয়ার সিদ্ধান্তও। আর্জেন্টাইন এই উইঙ্গার বিশ্বকাপ শেষে জানিয়েছিলেন আর্জেন্টাইন তিন তারকাখচিত জার্সিতে আরও কিছুদিন খেলতে চান। তবে সেটিও বেশিদিনের জন্য না। এবার জানা গেল সেই দিনক্ষণ।

ডি মারিয়া আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ২০২৪ কোপা আমেরিকায়। এই টুর্নামেন্ট শেষে আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন ডি মারিয়া এমনটাই দাবি ইএসপিএন আর্জেন্টিনার।

আজ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেও মাঠে ছিলেন ডি মারিয়া। ৮৯ মিনিটে লিওনেল মেসি মাঠ ছাড়ার সময় অধিনায়কত্বের আর্মব্যান্ডটা ডি মারিয়ার হাতেই পরিয়ে দিয়েছিলেন। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেললেও ডি মারিয়া ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন না। ডি মারিয়ার বন্ধু আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়েও আছে ধোঁয়াশা।

২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৩ ম্যাচ। গোল করেছেন ২৯টি। করিয়েছেন ২৭টি। তবে এসবের জন্য নয়, আর্জেন্টাইনরা ডি মারিয়াকে মনে রাখবে গুরুত্বপূর্ণ সময়ে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার জন্য।

২০০৮ অলিম্পিকে ডি মারিয়ার গোলেই স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। এক যুগের বেশি সময় পর তার গোলেই মেসিরা পান কোপা আমেরিকার শিরোপাও। এমনকি গত বছরের জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেছিলেন। আর সর্বশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন এই আর্জেন্টাইন উইঙ্গার। এমন একজনের বিকল্প সহজে পাবে না আর্জেন্টিনা।

Tag :

Please Share This Post in Your Social Media

আর্জেন্টিনাকে বিদায় বলতে যাচ্ছেন ডি মারিয়া

Update Time : ০১:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের নায়ক কে? সবাই হয়তো বলবে লিওনেল মেসি বা এমিলিয়ানো মার্তিনেজের কথা। তবে একই প্রশ্ন যদি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে করেন তাহলে মেসি, মার্তিনেজের সঙ্গে আরেকজনের নাম আসবে নামটি হলো আর্জেন্টিনা দলের অলিখিত প্রাণভোমড়া ডি মারিয়া। আর্জেন্টিনা জার্সিতে তার অবদান মেসির চেয়ে কোনো অংশে কম নয়। তবে বেশিদিন আর আলবেসিলেস্তরাদের জার্সিতে দেখা যাবে না ডি মারিয়াকে।

কাতার বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ডি মারিয়া। তবে কাতার বিশ্বকাপ জয় আর্জেন্টাইনদের অনেক কিছুই বদলে দিয়েছে। তেমনি বদলে দিয়েছিল আনহেল ডি মারিয়ার সিদ্ধান্তও। আর্জেন্টাইন এই উইঙ্গার বিশ্বকাপ শেষে জানিয়েছিলেন আর্জেন্টাইন তিন তারকাখচিত জার্সিতে আরও কিছুদিন খেলতে চান। তবে সেটিও বেশিদিনের জন্য না। এবার জানা গেল সেই দিনক্ষণ।

ডি মারিয়া আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ২০২৪ কোপা আমেরিকায়। এই টুর্নামেন্ট শেষে আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন ডি মারিয়া এমনটাই দাবি ইএসপিএন আর্জেন্টিনার।

আজ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেও মাঠে ছিলেন ডি মারিয়া। ৮৯ মিনিটে লিওনেল মেসি মাঠ ছাড়ার সময় অধিনায়কত্বের আর্মব্যান্ডটা ডি মারিয়ার হাতেই পরিয়ে দিয়েছিলেন। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেললেও ডি মারিয়া ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন না। ডি মারিয়ার বন্ধু আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়েও আছে ধোঁয়াশা।

২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৩ ম্যাচ। গোল করেছেন ২৯টি। করিয়েছেন ২৭টি। তবে এসবের জন্য নয়, আর্জেন্টাইনরা ডি মারিয়াকে মনে রাখবে গুরুত্বপূর্ণ সময়ে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার জন্য।

২০০৮ অলিম্পিকে ডি মারিয়ার গোলেই স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। এক যুগের বেশি সময় পর তার গোলেই মেসিরা পান কোপা আমেরিকার শিরোপাও। এমনকি গত বছরের জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেছিলেন। আর সর্বশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন এই আর্জেন্টাইন উইঙ্গার। এমন একজনের বিকল্প সহজে পাবে না আর্জেন্টিনা।