আমেরিকার পথে পথে উড়ছে ফিলিস্তিনের পতাকা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ইসরায়েলকে সামরিক সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এতেই ক্ষোভে ফুসে ওঠে আমেরিকায় বসবাসরত ফিলিস্তিনিরা। প্রতিবাদ জানাতে প্রিয় মাতৃভূমির পতাকা বুকে জড়িয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে শত শত ফিলিস্তিনি।

আমেরিকার বিরুদ্ধে শুধু স্লোগানই নয়, এদিন জানিয়েছে অভিনব প্রতিবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সড়কে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের পতাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, বিক্ষোভ মিছিলের একপর্যায়ে মার্কিন পতাকার পাশে টাঙিয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনির পতাকা।

হোয়াইট হাউস, নিউইয়র্কের টাইমস স্কয়ারসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এদিন প্রতিবাদ মিছিল বের করে শত শত ফিলিস্তিনি। প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত ছিল এসব সড়ক।

ইসরায়েলকে জঙ্গিবিমান আর যুদ্ধজাহাজ দেওয়ায় ধিক্কার জানান বিক্ষোভকারীরা। বলেন, প্রতিরোধ গড়া কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রম নয়। তাই যুক্তরাষ্ট্র নিরীহ ফিলিস্তিনিদের মারতে যেভাবে অস্ত্র সহায়তা দিচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এ সময় নেতানিয়াহু সরকারকে তহবিল পাঠানোর বন্ধের আহ্বান তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

আমেরিকার পথে পথে উড়ছে ফিলিস্তিনের পতাকা

Update Time : ১০:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ইসরায়েলকে সামরিক সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এতেই ক্ষোভে ফুসে ওঠে আমেরিকায় বসবাসরত ফিলিস্তিনিরা। প্রতিবাদ জানাতে প্রিয় মাতৃভূমির পতাকা বুকে জড়িয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে শত শত ফিলিস্তিনি।

আমেরিকার বিরুদ্ধে শুধু স্লোগানই নয়, এদিন জানিয়েছে অভিনব প্রতিবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সড়কে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের পতাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, বিক্ষোভ মিছিলের একপর্যায়ে মার্কিন পতাকার পাশে টাঙিয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনির পতাকা।

হোয়াইট হাউস, নিউইয়র্কের টাইমস স্কয়ারসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এদিন প্রতিবাদ মিছিল বের করে শত শত ফিলিস্তিনি। প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত ছিল এসব সড়ক।

ইসরায়েলকে জঙ্গিবিমান আর যুদ্ধজাহাজ দেওয়ায় ধিক্কার জানান বিক্ষোভকারীরা। বলেন, প্রতিরোধ গড়া কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রম নয়। তাই যুক্তরাষ্ট্র নিরীহ ফিলিস্তিনিদের মারতে যেভাবে অস্ত্র সহায়তা দিচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এ সময় নেতানিয়াহু সরকারকে তহবিল পাঠানোর বন্ধের আহ্বান তারা।