আবারও মদ্যপ অবস্থায় কণ্ঠশিল্পী নোবেল!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • / ১৩৪ Time View

বিনোদন ডেস্ক

মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পার্কিং করা মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনা ঘটান নোবেল। এতে মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। তবে একটুর জন্য রক্ষা পান কণ্ঠশিল্পী। পরে নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন স্থানীয়রা।

জানা গেছে, নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় কণ্ঠশিল্পীর মাতালামির ভিডিও ধারণ করেন স্থানীয়রা। পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে নোবেলকে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়।

পার্ক করে রাখা মোটরসাইকেলের মালিক সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর মোটরসাইকেল পার্ক করে বাড়ির ভেতরে যাওয়ার সময় মোটরসাইকেল পড়ে যাওয়ার শব্দ শুনতে পান তিনি। দৌড়ে গিয়ে দেখেন মোটরসাইকেলসহ একজন পড়ে আছেন। পরে দেখে চিনতে পারেন—তিনি গায়ক নোবেল।

ঘটনাস্থলে উপস্থিত বড়দিয়া এলাকার বাসিন্দা নাঈম বলেন, কণ্ঠশিল্পী নোবেল মদপান করে আগেও আমাদের এলাকায় এসেছেন। এবার বোধহয় একটু বেশিই খেয়েছেন, তাই উল্টাপাল্টা বকছিলেন।

কয়েক মাস আগে অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় প্রতারণার অভিযোগে মামলা হয় নোবেলের বিরুদ্ধে। গত ২২ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন। জামিনে বের হয়ে নোবেল জানিয়েছিলেন, পেছনের সব ভুল শুধরে আগের নোবেল হতে চান। কিন্তু কিছুদিন না যেতেই মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

আবারও মদ্যপ অবস্থায় কণ্ঠশিল্পী নোবেল!

Update Time : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক

মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পার্কিং করা মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনা ঘটান নোবেল। এতে মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। তবে একটুর জন্য রক্ষা পান কণ্ঠশিল্পী। পরে নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন স্থানীয়রা।

জানা গেছে, নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় কণ্ঠশিল্পীর মাতালামির ভিডিও ধারণ করেন স্থানীয়রা। পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে নোবেলকে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়।

পার্ক করে রাখা মোটরসাইকেলের মালিক সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর মোটরসাইকেল পার্ক করে বাড়ির ভেতরে যাওয়ার সময় মোটরসাইকেল পড়ে যাওয়ার শব্দ শুনতে পান তিনি। দৌড়ে গিয়ে দেখেন মোটরসাইকেলসহ একজন পড়ে আছেন। পরে দেখে চিনতে পারেন—তিনি গায়ক নোবেল।

ঘটনাস্থলে উপস্থিত বড়দিয়া এলাকার বাসিন্দা নাঈম বলেন, কণ্ঠশিল্পী নোবেল মদপান করে আগেও আমাদের এলাকায় এসেছেন। এবার বোধহয় একটু বেশিই খেয়েছেন, তাই উল্টাপাল্টা বকছিলেন।

কয়েক মাস আগে অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় প্রতারণার অভিযোগে মামলা হয় নোবেলের বিরুদ্ধে। গত ২২ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন। জামিনে বের হয়ে নোবেল জানিয়েছিলেন, পেছনের সব ভুল শুধরে আগের নোবেল হতে চান। কিন্তু কিছুদিন না যেতেই মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।