মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেনীর ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / ১৭০ Time View

 

প্রাইভেট পড়তে যাওয়ার পথে চাঁদপুর মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর বিচারের দাবিতে মুক্তার সহপাঠীরা বিক্ষোভ মিছিল করেছে।

সে উপজেলার ষাটনল রঙ্গুখাকান্দি এলাকার আয়াত আলীর মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, মুক্তা উপজেলার শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে সকালে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। লালপুর বেড়িবাঁধ এলাকায় লেগুনা গাড়ি থেকে নামার সময় মুক্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মুক্তার মৃত্যুতে তার পরিবার, সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়াও তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাড়ি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে।
শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফ উল্লাহ বলেন, ‘মুক্তা মেধাবী শিক্ষার্থী ছিল। তার ‘হত্যার’ বিচারের দাবি জানাই।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেনীর ছাত্রী নিহত

Update Time : ০৯:২৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২

 

প্রাইভেট পড়তে যাওয়ার পথে চাঁদপুর মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর বিচারের দাবিতে মুক্তার সহপাঠীরা বিক্ষোভ মিছিল করেছে।

সে উপজেলার ষাটনল রঙ্গুখাকান্দি এলাকার আয়াত আলীর মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, মুক্তা উপজেলার শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে সকালে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। লালপুর বেড়িবাঁধ এলাকায় লেগুনা গাড়ি থেকে নামার সময় মুক্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মুক্তার মৃত্যুতে তার পরিবার, সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়াও তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাড়ি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে।
শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরীফ উল্লাহ বলেন, ‘মুক্তা মেধাবী শিক্ষার্থী ছিল। তার ‘হত্যার’ বিচারের দাবি জানাই।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।