গোলদাতার তালিকায় শীর্ষ দশে মেসি
- Update Time : ০১:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / 176
স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের ৪-১ গোলে জয়ের ম্যাচে দুই গোল করেছেন লিওনেল মেসি। তাই আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ ১০ গোলদাতার তালিকায় ঢুকে গেছেন এই আর্জেন্টাইন তারকা।
ইএসপিএনের খবরে জানা গেছে, আজ মঙ্গলবার সতীর্থ সার্জিও এগুয়েরোর পাস থেকে পাওয়া বলে আনুমানিক ২০ গজ দূর থেকে বাঁ পায়ের শটে জালে বল জড়ান তিনি। এর মাধ্যমে শীর্ষ দশ জনের তালিকায় ঢুকে পড়েন মেসি। এর আগে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন তিনি। এটি তাঁর ৭৫ তম আন্তর্জাতিক গোল। যা তাঁকে পৌঁছে দিয়েছে শীর্ষ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় নবম স্থানে। যেখানে আগে থেকেই রয়েছেন হাঙ্গেরির সান্দর ককসিস, জাপানের কুনিসিঙ্গে কামামোতো ও কুয়েতের বাশার আবদুল্লাহ।
তবে এই তিনজনের তুলনায় অনেক বেশি ম্যাচ খেলেছেন মেসি। এই ম্যাচ খেলতে নামার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন মেসি। গত সপ্তাহে আর্জেন্টিনার হয়ে ১৪৭ ম্যাচ খেলে জাভিয়ার মাচেরানোর সঙ্গে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। কিন্তু আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলে সর্বাধিক ১৪৮ ম্যাচ খেলার আসনটি দখল করেন এই বার্সেলোনা তারকা।
অবশ্য রোনালদোকে ধরতে অনেকটা পথ পাড়ি দিতে হবে মেসিকে। ১০৯ গোল করে যৌথভাবে ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাইয়ের গড়া সর্বাধিক গোলদাতার আসন দখল করে নিয়েছেন রোনালদো।
৮৯ গোল করে দ্বিতীয় স্থানে আছেন মালয়েশিয়ার স্ট্রাইকার মোহাম্মদ মোক্তার দাহারি। ৮৪ গোল করে তৃতীয় স্থানে স্পেনের ফেরেস পুস্কাস। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছেন যথাক্রমে জাম্বিয়ার গুডফ্রে চিতালু (৭৯), ইরাকের হোসেন সাঈদ মোহাম্মদ (৭৮) ও ব্রাজিলীয় কিংবদন্তি পেলে (৭৭)। এক গোল কম করে ষষ্ঠ স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের স্ট্রাইকার আলী মাবকুত। সমান ৭৫ গোল করে তালিকার পরে আছেন যথাক্রমে হাঙ্গেরির সান্দর ককসিস, জাপানের কুনিসিঙ্গে কামামোতো, কুয়েতের বাশার আবদুল্লাহ ও আর্জেন্টিনার লিওনেল মেসি।