টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ দল

  • Update Time : ০৫:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / 179
স্পোর্টস ডেস্ক:
.

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করে নিউজিল্যান্ড।

হোয়াইটওয়াশ এড়াতে ১৪২ রান করতে হবে বাংলাদেশের। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১১ রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। টিম সাউদির বলে তাকে ক্যাচ দিয়ে ১০ রান করে ফিরেন সৌম্য। পরের বলেই বোল্ড হয়ে রানের খাতা না খুলে ফিরেন লিটন দাস।

সৌম্য-লিটনের বিদায়ের পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। সাউদির পর বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন টড অ্যাস্টলে। ১৩ বলে ১ চার ও ২ ছয়ে ১৯ রান করে চ্যাপম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মোহাম্মদ নাঈম।

অন্যদিকে ৬ বলে ১ চারে ৮ রান করে অ্যাস্টলের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন নাজমুল হোসেন শান্ত। এরপর ৬ বলে ১ ছয়ে ৮ রান করে স্টাম্পিংয়ের শিকার হয়ে অ্যাস্টলের তৃতীয় শিকার হন আফিফ হোসেন। রানের খাতা না খুলেই ফিরেন মেহেদী হাসান। ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে অ্যাস্টলের চতুর্থ শিকার হন তিনি।

মোসাদ্দেককে সঙ্গ দিতে মাঠে নামেন শরিফুল। মিলনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই বোল্ড হয়ে ফিরেন তিনি। লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে ৫ রান করে ফিরেন তাসকিন।

৮ বলে ১ ছয়ে ১৩ রান করে ইয়ংয়ের হাতে তালুবন্দি হয়ে সাউদির তৃতীয় শিকার হয়ে ফিরেন মোসাদ্দেক। ফিলিপসের বলে সাউদিকে ক্যাচ দিয়ে নাসুম ৩ রান করে ফেরার মধ্য দিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

১০ ওভারও টিকতে পারল না বাংলাদেশ। ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় তারা। এতে ৬৫ রানে হেরে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media


টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ দল

Update Time : ০৫:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
স্পোর্টস ডেস্ক:
.

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করে নিউজিল্যান্ড।

হোয়াইটওয়াশ এড়াতে ১৪২ রান করতে হবে বাংলাদেশের। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১১ রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। টিম সাউদির বলে তাকে ক্যাচ দিয়ে ১০ রান করে ফিরেন সৌম্য। পরের বলেই বোল্ড হয়ে রানের খাতা না খুলে ফিরেন লিটন দাস।

সৌম্য-লিটনের বিদায়ের পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। সাউদির পর বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন টড অ্যাস্টলে। ১৩ বলে ১ চার ও ২ ছয়ে ১৯ রান করে চ্যাপম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মোহাম্মদ নাঈম।

অন্যদিকে ৬ বলে ১ চারে ৮ রান করে অ্যাস্টলের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন নাজমুল হোসেন শান্ত। এরপর ৬ বলে ১ ছয়ে ৮ রান করে স্টাম্পিংয়ের শিকার হয়ে অ্যাস্টলের তৃতীয় শিকার হন আফিফ হোসেন। রানের খাতা না খুলেই ফিরেন মেহেদী হাসান। ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে অ্যাস্টলের চতুর্থ শিকার হন তিনি।

মোসাদ্দেককে সঙ্গ দিতে মাঠে নামেন শরিফুল। মিলনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই বোল্ড হয়ে ফিরেন তিনি। লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে ৫ রান করে ফিরেন তাসকিন।

৮ বলে ১ ছয়ে ১৩ রান করে ইয়ংয়ের হাতে তালুবন্দি হয়ে সাউদির তৃতীয় শিকার হয়ে ফিরেন মোসাদ্দেক। ফিলিপসের বলে সাউদিকে ক্যাচ দিয়ে নাসুম ৩ রান করে ফেরার মধ্য দিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

১০ ওভারও টিকতে পারল না বাংলাদেশ। ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায় তারা। এতে ৬৫ রানে হেরে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল।