পিঠের ব্যথায় বিপিএল শেষ তাসকিনের
- Update Time : ০২:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / 155
স্পোর্টস ডেস্কঃ
গত ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে তাসকিন আহমেদের না খেলা নিয়ে উঠেছিল গুঞ্জন। শোনা যাচ্ছিল, পারিশ্রমিক চেয়ে না পাওয়ায় মাঠে নামেননি সিলেট সানরাইজার্সের এই পেসার।
তার আগের দুদিন তাসকিন অনুশীলনেও আসেননি বিসিবি একাডেমি মাঠে। পরে জানা গেলো, গুঞ্জন সত্য নয়, জাতীয় দলের এই গতিতারকা আসলে পিঠের ব্যথার কারণে মাঠে নামতে পারেননি।
পিঠের এই চোট এবার বিপিএলটাই শেষ করে দিলো তাসকিনের। সিলেট ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ডানহাতি এই পেসার বিপিএলের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না।
ফলে টুর্নামেন্টের বাকি অংশের জন্য তাসকিনের স্থলাভিষিক্ত হিসেবে আরেক পেসারকে বেছে নিয়েছে সিলেট। দলের সঙ্গে যোগ দিচ্ছেন এ কে এস স্বাধীন।
এমনিতেই এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের অবস্থা খুব খারাপ। ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি। আছে পয়েন্ট তালিকার একদম তলানিতে। এমতাবস্থায় তাসকিনের ছিটকে পড়া দলটির জন্য বড় এক ধাক্কাই বলা যায়।