জাহানারাকে নিয়ে মেয়েদের বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা

  • Update Time : ১০:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • / 128

স্পোর্টস ডেস্কঃ

দলে শৃঙ্খলাজনিত কারণের অভিযোগে কমনওয়েলথ গেমসের বাছাইয়ের দলে জাহানারা আলমকে দল থেকে বাদ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ওয়ানডে বিশ্বকাপের প্রথম অভিযানে চূড়ান্ত স্কোয়াডে তাকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।

শুক্রবার রাতে নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। মিরপুরে একাডেমি মাঠে আজ শনিবার শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

টি-টোয়েন্টি সংস্করণে মালয়েশিয়ায় হওয়া কমনওয়েলথ গেমসের বাছাইয়ের দলের ১৫ জনের সবাই আছেন বিশ্বকাপের স্কোয়াডে। ওই টুর্নামেন্টে ‘ফাইনালে’ পরিণত হওয়া শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ভাঙে বাংলাদেশের মেয়েদের।

গত নভেম্বরে জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের দল থেকে বিশ্বকাপের স্কোয়াডে নেই কুবরা আর নুজহাত তাসনিয়া।

এবারই প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দলে অভিজ্ঞ জাহানারা, রুমানা আহমেদ, সালমা খাতুনদের সঙ্গে আছেন ফারিহা ইসলাম তৃষ্ণার মতো নতুন খেলোয়াড়। গত নভেম্বরে জিম্বাবুয়েতে ওয়ানডে অভিষেক হয় বাঁহাতি পেসার তৃষ্ণার।

দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে ভিডিও বার্তায় মেয়েদের দলের নির্বাচক ও সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম বললেন, খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে সব কিছুই বিবেচনায় রেখেছিলেন তারা।

“সব কিছু মিলিয়েই আমরা দলটা ঘোষণা করেছি। যেখানে অভিজ্ঞ খেলোয়াড়, তরুণ, পারফরমার, সব কিছু মিলিয়ে সমন্বয়ের মাধ্যমে দলটা ঘোষণা করেছি। একই সঙ্গে এই দলটা গত দুই বছর ধরে দেশে ও দেশের বাইরে খেলছে এবং পারফর্ম করে আসছে। সেই সঙ্গে কন্ডিশনও আমরা বিবেচনায় রেখেছি। আশা করি, যে উদ্দেশ্য নিয়ে আমরা দল ঘোষণা করেছি, সেটাতে আমরা সফল হব।”

৮ দলের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দল পরস্পরের বিপক্ষে লড়বে একবার করে। শীর্ষ চার দল খেলবে সেমি-ফাইনালে।

আগামী ৪ মার্চ তাওরাঙ্গায় স্বাগতিক নিউ জিল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের লড়াই দিয়ে শুরু হবে মেয়েদের মহারণ। পরদিন ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ ২০১৭-২০২০-এ ওপরের দিকে অবস্থানের সৌজন্যে বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে নিউ জিল্যান্ড।

বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার মেঘলা।

Tag :

Please Share This Post in Your Social Media


জাহানারাকে নিয়ে মেয়েদের বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা

Update Time : ১০:৪৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্কঃ

দলে শৃঙ্খলাজনিত কারণের অভিযোগে কমনওয়েলথ গেমসের বাছাইয়ের দলে জাহানারা আলমকে দল থেকে বাদ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ওয়ানডে বিশ্বকাপের প্রথম অভিযানে চূড়ান্ত স্কোয়াডে তাকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।

শুক্রবার রাতে নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। মিরপুরে একাডেমি মাঠে আজ শনিবার শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

টি-টোয়েন্টি সংস্করণে মালয়েশিয়ায় হওয়া কমনওয়েলথ গেমসের বাছাইয়ের দলের ১৫ জনের সবাই আছেন বিশ্বকাপের স্কোয়াডে। ওই টুর্নামেন্টে ‘ফাইনালে’ পরিণত হওয়া শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ভাঙে বাংলাদেশের মেয়েদের।

গত নভেম্বরে জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের দল থেকে বিশ্বকাপের স্কোয়াডে নেই কুবরা আর নুজহাত তাসনিয়া।

এবারই প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দলে অভিজ্ঞ জাহানারা, রুমানা আহমেদ, সালমা খাতুনদের সঙ্গে আছেন ফারিহা ইসলাম তৃষ্ণার মতো নতুন খেলোয়াড়। গত নভেম্বরে জিম্বাবুয়েতে ওয়ানডে অভিষেক হয় বাঁহাতি পেসার তৃষ্ণার।

দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে ভিডিও বার্তায় মেয়েদের দলের নির্বাচক ও সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম বললেন, খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে সব কিছুই বিবেচনায় রেখেছিলেন তারা।

“সব কিছু মিলিয়েই আমরা দলটা ঘোষণা করেছি। যেখানে অভিজ্ঞ খেলোয়াড়, তরুণ, পারফরমার, সব কিছু মিলিয়ে সমন্বয়ের মাধ্যমে দলটা ঘোষণা করেছি। একই সঙ্গে এই দলটা গত দুই বছর ধরে দেশে ও দেশের বাইরে খেলছে এবং পারফর্ম করে আসছে। সেই সঙ্গে কন্ডিশনও আমরা বিবেচনায় রেখেছি। আশা করি, যে উদ্দেশ্য নিয়ে আমরা দল ঘোষণা করেছি, সেটাতে আমরা সফল হব।”

৮ দলের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দল পরস্পরের বিপক্ষে লড়বে একবার করে। শীর্ষ চার দল খেলবে সেমি-ফাইনালে।

আগামী ৪ মার্চ তাওরাঙ্গায় স্বাগতিক নিউ জিল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের লড়াই দিয়ে শুরু হবে মেয়েদের মহারণ। পরদিন ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ ২০১৭-২০২০-এ ওপরের দিকে অবস্থানের সৌজন্যে বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে নিউ জিল্যান্ড।

বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার মেঘলা।