আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন দিলরুয়ান পেরেরা
- Update Time : ০৬:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / 143
স্পোর্টস ডেস্কঃ
বয়সটাও তো কম হয়নি। ৩৯ পেরিয়েছেন। এই বয়সে খেলা চালিয়ে যাওয়া সহজ নয়। তাইতো এবার সরেই গেলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বিদায় বললেন শ্রীলঙ্কান অফ স্পিনিং অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা।
লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়ে দিয়েছে, জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলে যাবেন তিনি। অবশ্য টি-টোয়েন্টি আর ওয়ানডে ক্রিকেটে তিনি নেই অনেক দিন ধরেই। সবশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছেন ২০১৮ সালে।
অবশ্য এক যুগেরও লম্বা ক্যারিয়ারে ওয়ানডেতে খেলেছেন মাত্র ১৩টি। যেখানে ১৫২ রানের সঙ্গে নিয়েছেন ১৩ উইকেট। ২০১১ সালে টি-টোয়েন্টি অভিষেক। এরপর মাত্র ৩ ম্যাচ খেলে তুলেছেন ৩ উইকেট। টিকে ছিলেন টেস্ট ক্রিকেটে। শেষ ম্যাচটা খেলেন গত বছরের জানুয়ারিতে গলে।
শেষ অবধি ৪৩ টেস্টে খেলেছেন শ্রীলঙ্কার হয়ে। ৩৫.৯০ গড়ে ১৬১ উইকেট নিয়েছেন তিনি। আটবার করে শিকার করেন ইনিংসে চারটি ও পাঁচটি করে উইকেট। মজার ব্যাপার হলো ১৬১ উইকেটের ১০৮টিই দেশের মাঠে। আর ব্যাট হাতে টেস্টে করেছেন ১৩০৩ রান। সেই অধ্যায় পেছনে ফেলে পেরেরা এখন সাবেকদের তালিকায়!