শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

  • Update Time : ১২:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • / 144

স্পোর্টস ডেস্কঃ 

দুই দলই নিজেদের প্রথম তিন ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছিল। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠেছিল বাঁচা-মরার লড়াই। যারা জিতবে তারাই কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট প্রতিযোগিতার মূল পর্বে খেলবে। তবে শেষ হাসি হাসতে ব্যর্থ নিগার সুলতানা-সালমা খাতুনরা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে কুয়ালালামপুরে বাছাইপর্বের ম্যাচে ২২ রানে হেরেছে বাংলাদেশ মেয়েরা। আর দারুণ জয়ে কমনওয়েলথ গেমসের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল শ্রীলঙ্কা। কুয়ালালামপুরে সোমবার শ্রীলঙ্কা ২০ ওভারে তোলে ১৩৬ রান। বাংলাদেশ পুরো ওভার খেলে কেবল ৫ উইকেট হারালেও করতে পারে মাত্র ১১৪ রান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সেই চামিরাই লঙ্কার সর্বোচ্চ স্কোর করেন। ওপেনার-অধিনায়ক এই ব্যাটার ২৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে রুমানা আহমেদের বলে আউট হন। এছাড়া নিলাকশি ডি সিলভা ২৮ ও আনুশকা সানজিওয়ানি ২০ রান করেন। বাংলাদেশ বোলার নাহিদা আক্তার ২টি উইকেট পান।

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৩৬ করেন ওপেনার মুর্শিদা খাতুন। এছাড়া ফারজানা হক ৩৩ ও অধিনায়ক নিগার ২০ রান করেন। তবে দলের অন্যরা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারায় হার সঙ্গী হয় বাংলাদেশের। শ্রীলঙ্কান বোলার চামিরা আতাপাত্তু ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৬/৬ (গুনারত্নে ৭, আতাপাত্তু ৪৮, হাসিনি ৭, হার্শিথা ১৯, নিলাকশি ২৮, আনুশকা ২০*, কাঞ্চনা ০, দিলহারি ১*; সালমা ৪-০-১৪-১, সুরাইয়া ২-০-১২-১, নাহিদা ৪-০-৩৪-২, রুমানা ৪-০-৩৩-১, রিতু ৩-০-২৩-০, মেঘলা ৩-০-১৭-০)।

বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৫ (শামিমা ৬, মুর্শিদা ৩৬, ফারজানা ৩৩, নিগার ২০, সোবহানা ১১*, রিতু ০, রুমানা ২*; উদেশিকা ২-০-২২-০, দিলহারি ৪-০-২১-০, কাঞ্চনা ২-০-১৩-১, রানাভিরা ৪-০-২২-০, নিসানসালা ৪-০-১৭-০, আতাপাত্তু ৪-০-১৭-৩)।

ফল: শ্রীলঙ্কা ২২ রানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: চামারি আতাপাত্তু।

Tag :

Please Share This Post in Your Social Media


শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

Update Time : ১২:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্কঃ 

দুই দলই নিজেদের প্রথম তিন ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছিল। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠেছিল বাঁচা-মরার লড়াই। যারা জিতবে তারাই কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট প্রতিযোগিতার মূল পর্বে খেলবে। তবে শেষ হাসি হাসতে ব্যর্থ নিগার সুলতানা-সালমা খাতুনরা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে কুয়ালালামপুরে বাছাইপর্বের ম্যাচে ২২ রানে হেরেছে বাংলাদেশ মেয়েরা। আর দারুণ জয়ে কমনওয়েলথ গেমসের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল শ্রীলঙ্কা। কুয়ালালামপুরে সোমবার শ্রীলঙ্কা ২০ ওভারে তোলে ১৩৬ রান। বাংলাদেশ পুরো ওভার খেলে কেবল ৫ উইকেট হারালেও করতে পারে মাত্র ১১৪ রান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সেই চামিরাই লঙ্কার সর্বোচ্চ স্কোর করেন। ওপেনার-অধিনায়ক এই ব্যাটার ২৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে রুমানা আহমেদের বলে আউট হন। এছাড়া নিলাকশি ডি সিলভা ২৮ ও আনুশকা সানজিওয়ানি ২০ রান করেন। বাংলাদেশ বোলার নাহিদা আক্তার ২টি উইকেট পান।

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৩৬ করেন ওপেনার মুর্শিদা খাতুন। এছাড়া ফারজানা হক ৩৩ ও অধিনায়ক নিগার ২০ রান করেন। তবে দলের অন্যরা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারায় হার সঙ্গী হয় বাংলাদেশের। শ্রীলঙ্কান বোলার চামিরা আতাপাত্তু ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৬/৬ (গুনারত্নে ৭, আতাপাত্তু ৪৮, হাসিনি ৭, হার্শিথা ১৯, নিলাকশি ২৮, আনুশকা ২০*, কাঞ্চনা ০, দিলহারি ১*; সালমা ৪-০-১৪-১, সুরাইয়া ২-০-১২-১, নাহিদা ৪-০-৩৪-২, রুমানা ৪-০-৩৩-১, রিতু ৩-০-২৩-০, মেঘলা ৩-০-১৭-০)।

বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৫ (শামিমা ৬, মুর্শিদা ৩৬, ফারজানা ৩৩, নিগার ২০, সোবহানা ১১*, রিতু ০, রুমানা ২*; উদেশিকা ২-০-২২-০, দিলহারি ৪-০-২১-০, কাঞ্চনা ২-০-১৩-১, রানাভিরা ৪-০-২২-০, নিসানসালা ৪-০-১৭-০, আতাপাত্তু ৪-০-১৭-৩)।

ফল: শ্রীলঙ্কা ২২ রানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: চামারি আতাপাত্তু।