সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ক্রিস মরিস

  • Update Time : ০৫:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • / 137

স্পোর্টস ডেস্কঃ

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের বিষয়টি নিজেই নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী এই পেসার।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে মরিস লিখেন, আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যারা আমার এই সফরে ছোট বা বড় পরিসরে অবদান রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এটি ছিল একটি মজার সফর। কোচিংয়ে এবার অবদান রাখতে চাই।

মাঠ থেকে থেকে অবসর নিলেও ক্রিকেটেই সংযুক্ত থাকছেন মরিস। নিজ দেশের একটি ঘরোয়া দল টাইটান্সের হয়ে কোচিং করাবেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মরিসের। এই ফরম্যাটে ২৩টি ম্যাচ খেলে নিয়েছেন ৩৪টি উইকেট। ব্যাট হাতে করেছেন ১৩৩ রান। ৪২ ওয়ানডেতে নেন ৪৮টি উইকেট, রান করেছেন ৪৬৭। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এনরিক নরকিয়ার ইনজুরির কারণে দলে যায়গা পেয়েছেন তিনি। সেটিই ছিল প্রোটিয়া এই পেসারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

Tag :

Please Share This Post in Your Social Media


সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ক্রিস মরিস

Update Time : ০৫:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্কঃ

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের বিষয়টি নিজেই নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী এই পেসার।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে মরিস লিখেন, আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যারা আমার এই সফরে ছোট বা বড় পরিসরে অবদান রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এটি ছিল একটি মজার সফর। কোচিংয়ে এবার অবদান রাখতে চাই।

মাঠ থেকে থেকে অবসর নিলেও ক্রিকেটেই সংযুক্ত থাকছেন মরিস। নিজ দেশের একটি ঘরোয়া দল টাইটান্সের হয়ে কোচিং করাবেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মরিসের। এই ফরম্যাটে ২৩টি ম্যাচ খেলে নিয়েছেন ৩৪টি উইকেট। ব্যাট হাতে করেছেন ১৩৩ রান। ৪২ ওয়ানডেতে নেন ৪৮টি উইকেট, রান করেছেন ৪৬৭। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এনরিক নরকিয়ার ইনজুরির কারণে দলে যায়গা পেয়েছেন তিনি। সেটিই ছিল প্রোটিয়া এই পেসারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।