অতিরিক্ত ‘আত্মবিশ্বাস’ বাংলাদেশকে ডুবাচ্ছে!

  • Update Time : ০৩:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • / 147

স্পোর্টস  ডেস্কঃ

মাউন্ট ম্যাঙ্গানুই টেস্ট জিতে রীতিমতো উড়ছিল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডেরকে তাদের ঘরের মাঠে হারানো মোটেও সহজ কথা নয়। সেখানে টানা ৩২ ম্যাচ হারের পর জয় পায় টাইগাররা, সেটিই ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্টে। এরপর মুমিনুল হলের দল চারদিক থেকে প্রশংসা বন্যায় ভাসতে থাকে। দ্বিতীয় টেস্টে যেন সেই আত্মবিশ্বাসই ‘বুমেরাং’ হয়েছে সফরকারীদের।

ক্রাইস্টচার্চে প্রথম দুই দিনে কার্যত ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। ব্ল্যাকক্যাপরা ৫২১ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণার পর বাংলাদেশকে গুটিয়ে দেয় মাত্র ১২৬ রানে। এতে ফলোঅনে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিনা দলীয় পারফরম্যান্সকে যেভাবে মূল্যায়ন করলেন, তাতে স্পষ্ট, অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয়েছে টাইগারদের।

সংবাদ সম্মেলনে প্রিন্স বললেন, ‘অবশ্যই আমরা হতাশ। গত সপ্তাহে আমরা দুর্দান্ত ইফোর্ট দিয়েছিলাম। আমরা কোয়ালিটি বোলিং আক্রমণের বিরুদ্ধে ১৭৩ ওভার খেলেছিলাম। আমার মনে হয় এটা স্বীকার করে নেয়ার ঠিক হবে যে আমরা আশাই করছিলাম নিউজিল্যান্ড খেলায় ফিরতে মরিয়া হওয়ায় সর্বশক্তি নিয়ে মাঠে নামবে।’

সঙ্গে যোগ করেন প্রিন্স, ‘যদি দুটি ম্যাচের তুলনা করেন তবে আপনি দেখতে পাবেন যে, আপনি এক নম্বর দল হলেও আপনার ফিরে আসার পথে লড়াই করা সত্যিই কঠিন। এই ম্যাচে, তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। বল টু বল তারা খেলেছে। তারা আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছে। আমাদের আরও একটা দিন লড়তে হবে।’

ক্রাইস্টচার্চকে বলা হয় পেসারদের স্বর্গভূমি। অথচ টেস্টের প্রথম দিনে বাংলাদেশি বোলাররা নিতে পারেন মোটে ১ উইকেট। আজ ম্যাচের দ্বিতীয় দিনে সাকুল্য ১৫ উইকেট পড়ে। যেখানে সফরকারী বাংলাদেশ দলের ১০টি। ইয়াসির আলি রাব্বি (৫৫) আর নুরুল হাসান সোহান (৪১) ছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্ক ছুতে পারেননি।

উইকেটের চরিত্র টেনে প্রিন্সের ব্যাখ্যা, ‘আমাদের ব্যাটিং লাইন আপ বেশ কঠিন দিন পার করেছে আজকে। অবশ্যই নিউজিল্যান্ড শুরুটা ভালো করেছে। উইকেট নিয়ে সন্দেহ ছিল। গতকাল পিচ কিছুটা নরম ছিল। কিন্তু আজ অনেক দ্রুতগতির হয়ে উঠেছে। গতকালের নরম ভাবটার কারণে আজ কিছু বিভাজন ছিল উইকেটে। যখন পিচ একটু শক্ত এবং দ্রুতগতির হয়ে যায়, এবং বল পিচে আঘাত করে, তখন এটা সত্যিই কঠিন হয়ে পড়ে। কিউইদের বলে সুইংও ছিল। তারা আজ বাস্তবিক পক্ষেই দুর্দান্ত বোলিং করেছে।’

Tag :

Please Share This Post in Your Social Media


অতিরিক্ত ‘আত্মবিশ্বাস’ বাংলাদেশকে ডুবাচ্ছে!

Update Time : ০৩:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২

স্পোর্টস  ডেস্কঃ

মাউন্ট ম্যাঙ্গানুই টেস্ট জিতে রীতিমতো উড়ছিল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডেরকে তাদের ঘরের মাঠে হারানো মোটেও সহজ কথা নয়। সেখানে টানা ৩২ ম্যাচ হারের পর জয় পায় টাইগাররা, সেটিই ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্টে। এরপর মুমিনুল হলের দল চারদিক থেকে প্রশংসা বন্যায় ভাসতে থাকে। দ্বিতীয় টেস্টে যেন সেই আত্মবিশ্বাসই ‘বুমেরাং’ হয়েছে সফরকারীদের।

ক্রাইস্টচার্চে প্রথম দুই দিনে কার্যত ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। ব্ল্যাকক্যাপরা ৫২১ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণার পর বাংলাদেশকে গুটিয়ে দেয় মাত্র ১২৬ রানে। এতে ফলোঅনে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিনা দলীয় পারফরম্যান্সকে যেভাবে মূল্যায়ন করলেন, তাতে স্পষ্ট, অতিরিক্ত আত্মবিশ্বাস কাল হয়েছে টাইগারদের।

সংবাদ সম্মেলনে প্রিন্স বললেন, ‘অবশ্যই আমরা হতাশ। গত সপ্তাহে আমরা দুর্দান্ত ইফোর্ট দিয়েছিলাম। আমরা কোয়ালিটি বোলিং আক্রমণের বিরুদ্ধে ১৭৩ ওভার খেলেছিলাম। আমার মনে হয় এটা স্বীকার করে নেয়ার ঠিক হবে যে আমরা আশাই করছিলাম নিউজিল্যান্ড খেলায় ফিরতে মরিয়া হওয়ায় সর্বশক্তি নিয়ে মাঠে নামবে।’

সঙ্গে যোগ করেন প্রিন্স, ‘যদি দুটি ম্যাচের তুলনা করেন তবে আপনি দেখতে পাবেন যে, আপনি এক নম্বর দল হলেও আপনার ফিরে আসার পথে লড়াই করা সত্যিই কঠিন। এই ম্যাচে, তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। বল টু বল তারা খেলেছে। তারা আমাদের জন্য ম্যাচটা কঠিন করে তুলেছে। আমাদের আরও একটা দিন লড়তে হবে।’

ক্রাইস্টচার্চকে বলা হয় পেসারদের স্বর্গভূমি। অথচ টেস্টের প্রথম দিনে বাংলাদেশি বোলাররা নিতে পারেন মোটে ১ উইকেট। আজ ম্যাচের দ্বিতীয় দিনে সাকুল্য ১৫ উইকেট পড়ে। যেখানে সফরকারী বাংলাদেশ দলের ১০টি। ইয়াসির আলি রাব্বি (৫৫) আর নুরুল হাসান সোহান (৪১) ছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্ক ছুতে পারেননি।

উইকেটের চরিত্র টেনে প্রিন্সের ব্যাখ্যা, ‘আমাদের ব্যাটিং লাইন আপ বেশ কঠিন দিন পার করেছে আজকে। অবশ্যই নিউজিল্যান্ড শুরুটা ভালো করেছে। উইকেট নিয়ে সন্দেহ ছিল। গতকাল পিচ কিছুটা নরম ছিল। কিন্তু আজ অনেক দ্রুতগতির হয়ে উঠেছে। গতকালের নরম ভাবটার কারণে আজ কিছু বিভাজন ছিল উইকেটে। যখন পিচ একটু শক্ত এবং দ্রুতগতির হয়ে যায়, এবং বল পিচে আঘাত করে, তখন এটা সত্যিই কঠিন হয়ে পড়ে। কিউইদের বলে সুইংও ছিল। তারা আজ বাস্তবিক পক্ষেই দুর্দান্ত বোলিং করেছে।’