করোনার কারণে ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

  • Update Time : ১১:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • / 154

স্পোর্টস ডেস্কঃ

করোনা থেকে সেরে উঠেছেন আগেই। কিন্তু ধকলটা এখনও সামাল দিতে পারেননি। প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের হয়ে অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচে তাই থাকছেন না তিনি। শনিবার লিগ ওয়ানের ম্যাচটিতে আর্জেন্টাইন তারকার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

করোনা নেগেটিভ সনদ নিয়ে ইতোমধ্যেই অবশ্য আর্জেন্টিনা থেকে ফ্রান্সে ফিরেছেন মেসি। তবে লিওর বিপক্ষে না থাকার বিষয়ে পিএসজি বলেছে, ‘মেসি তার করোনা পরবর্তী বিধিনিষেধ মেনে চলবে আগামী কয়েক দিন।’

জানুয়ারির বিরতিতে করোনা পজিটিভ হন মেসি। একই সঙ্গে পিএসজির আনহেল ডি মারিয়া, দানিলো, ডোনারুম্মা ও কুয়ারজায়াও করোনা পজিটিভ হয়েছিলেন।

শনিবার সংবাদ সম্মেলনে এসে পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো বলেছেন, ‘সঠিক দল নির্বাচন সবসময়ই কঠিন। করোনা হোক বা না হোক।’ পিএসজি অবশ্য কেবল মেসিকেই নয়, লিওর বিপক্ষে মাঠে পাবে না কোনো দর্শক। লিওর মাঠে যাওয়া তাদের সমর্থকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে আগেই।

১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে বর্তমাসে ফ্রেঞ্চ লিগের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় অবস্থানে থাকা অলিম্পিক মার্শেইঁয়ের চেয়ে এগিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনার কারণে ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

Update Time : ১১:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্কঃ

করোনা থেকে সেরে উঠেছেন আগেই। কিন্তু ধকলটা এখনও সামাল দিতে পারেননি। প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের হয়ে অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচে তাই থাকছেন না তিনি। শনিবার লিগ ওয়ানের ম্যাচটিতে আর্জেন্টাইন তারকার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

করোনা নেগেটিভ সনদ নিয়ে ইতোমধ্যেই অবশ্য আর্জেন্টিনা থেকে ফ্রান্সে ফিরেছেন মেসি। তবে লিওর বিপক্ষে না থাকার বিষয়ে পিএসজি বলেছে, ‘মেসি তার করোনা পরবর্তী বিধিনিষেধ মেনে চলবে আগামী কয়েক দিন।’

জানুয়ারির বিরতিতে করোনা পজিটিভ হন মেসি। একই সঙ্গে পিএসজির আনহেল ডি মারিয়া, দানিলো, ডোনারুম্মা ও কুয়ারজায়াও করোনা পজিটিভ হয়েছিলেন।

শনিবার সংবাদ সম্মেলনে এসে পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো বলেছেন, ‘সঠিক দল নির্বাচন সবসময়ই কঠিন। করোনা হোক বা না হোক।’ পিএসজি অবশ্য কেবল মেসিকেই নয়, লিওর বিপক্ষে মাঠে পাবে না কোনো দর্শক। লিওর মাঠে যাওয়া তাদের সমর্থকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে আগেই।

১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে বর্তমাসে ফ্রেঞ্চ লিগের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় অবস্থানে থাকা অলিম্পিক মার্শেইঁয়ের চেয়ে এগিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে।